♣♣♣
দেশের শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে সারাদেশে ট্রাফিক সপ্তাহ ঘোষণার পর সাতক্ষীরা জেলাজুড়ে চলছে পুলিশের অভিযান। অবৈধ যানবাহন ও লাইসেন্স পরীক্ষা করছেন জেলার ৮ থানার পুলিশ কর্মকর্তাসহ ট্রাফিক পুলিশ।সেই সাথে ট্রাফিক সপ্তাহের ২য় দিনে অবৈধ যানবহনের বিরুদ্ধে রাস্তায় নামলেন জেলা পুলিশ সুপার জনাব মোঃ সাজ্জাদুর রহমান।
ড্রাইভিং লাইসেন্স না থাকলে মামলা আর গাড়ির কাগজপত্র না থাকলে আটক করা হচ্ছে যানবাহন। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে পুলিশের এ অভিযান।
এদিকে, অভিযান শুরুর পর থেকে জেলাজুড়ে কাগজপত্র ও নম্বরবিহীন শতাধিক মোটর সাইকেল আটক হয়েছে। হেলমেট, ড্রাইভিং লাইসেন্স না থাকায় মামলা হয়েছে শতাধিক যানবাহন মালিকের নামে। অভিযান চলছে সাতক্ষীরা বিআরটিএ’র পক্ষ থেকেও।
সাতক্ষীরা শহরের আমতলা মোড়, খুলনা রোড মোড়, মেডিকেল কলেজ রোড, সাতক্ষীরা-যশোর রোডসহ জেলা সদর ছাড়াও উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে লাইসেন্স চেক করছে পুলিশ।
জেলাজুড়ে এ অভিযানকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থীরা। এক শিক্ষার্থী বলেন, সড়কে বের হওয়ার পর বাসায় ফিরতে পারব কিনা এ নিশ্চয়তা নেই। বাস, ট্রাক চালকরা এতো বেপরোয়া, অবৈধ যানবাহনের ছড়াছড়ি। মাহেন্দ্র, ইজিবাইক অনেকের লাইসেন্স নেই। প্রতিনিয়ত সড়কে মৃত্যু হচ্ছে মানুষের। এর থেকে পরিত্রাণ চাই আমরা।
সাতক্ষীরা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মোমিন হোসেন বলেন, অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান ট্রাফিক পুলিশের একটি চলমান প্রক্রিয়া। শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে সারাদেশে ট্রাফিক সপ্তাহ ঘোষণা করা হয়েছে। এরপর থেকে অবৈধ যান ও যানবাহনের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স চেকিং আরও জোরদার করা হয়েছে।