
পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার আট কর্মকর্তা উপ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনপ্রশাসন বিভাগ তাদের পদোন্নতির আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
পদোন্নতি পাওয়া আট কর্মকর্তা হচ্ছেন- রেলওয়ে পুলিশের মো. শাহ আলম, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এ কে এম নাহিদুল ইসলাম রাহাত ও শ্যামল কুমার নাথ, বিশেষ শাখার (এসবি) সুলতানা খানম ও মো. মনিরুজ্জামান, ঢাকা মহানগর পুলিশের জাকির হোসেন খান ও বিপ্লব বিজয় তালুকদার এবং পুলিশ সদর দপ্তরের মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী।
![]()
প্রজ্ঞাপনে বলা হয়, সুপিরিয়র সিলেকশন বোর্ডের ২১মে এর সভার সুপারিশের ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ জুন তাদের পদোন্নতির অনুমোদন দিয়েছেন।
– প্রেস বিঞ্জপ্তি।
