ঢাকা মহানগরের আইন-শৃংখলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপি’র বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যকে নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করলেন ডিএমপি’র কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম ।
আজ ১১ মে, ২০১৯ তারিখ বেলা সাড়ে ১১ টায় ডিএমপি হেডকোয়ার্টার্সের এপ্রিল ২০১৯ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন কমিশনার।
এপ্রিল ২০১৯ মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শ্রেষ্ঠ অপরাধ বিভাগ নির্বাচিত হয়েছে লালবাগ বিভাগ। শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার এসএম শামীম সহকারী পুলিশ কমিশনার (পল্লবী জোন), শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) যৌথভাবে মোঃ জামাল উদ্দিন মীর পিপিএম অফিসার ইনচার্জ, কদমতলী থানা ও মোঃ কাজী মাইনুল ইসলাম পিপিএম, অফিসার ইনচার্জ, রমনা মডেল থানা, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ফারুকুল আলম পুলিশ পরিদর্শক (তদন্ত) দারুসসালাম থানা, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অপারেশনস্) মোহাম্মদ কামরুল হোসাইন পুলিশ পরিদর্শক (অপারেশনস্) কাফরুল থানা, শ্রেষ্ঠ এসআই যৌথভাবে এসআই মোঃ জহির হোসেন, ওয়ারী থানা ও এসআই মোঃ পাবেল মিয়া, কোতয়ালী থানা, শ্রেষ্ঠ এএসআই যৌথভাবে এএসআই মোঃ হেলাল উদ্দিন, মতিঝিল থানা ও এএসআই মোঃ মাসুম বিল্লাহ, শ্যামপুর থানা।
শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই এমএ রিয়াজ, পল্লবী থানা, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার এসআই শেখ মোঃ আলী সনি, যাত্রাবাড়ী থানা, শ্রেষ্ঠ বিস্ফোরক উদ্ধারকারী অফিসার মোঃ সাইফুল আলম মুজাহিদ সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন), শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার মোঃ জামাল উদ্দিন মীর, অফিসার ইনচার্জ কদমতলী থানা, শ্রেষ্ঠ চোরাই গাড়ী উদ্ধারকারী অফিসার এসআই মোঃ মাসুদ জমাদ্দার, সবুজবাগ থানা।
ডিএমপি’র গোয়েন্দা বিভাগের শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে শ্রেষ্ঠ বিভাগ সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন, শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মাহবুবুল আলম, সহকারী পুলিশ কমিশনার, মাদকদ্রব্য উদ্ধার টিম, ডিবি-উত্তর বিভাগ, অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ টিম শামসুল আরেফিন, সহকারী পুলিশ কমিশনার, রমনা জোনাল টিম, ডিবি-দক্ষিণ,
বিস্ফোরকদ্রব্য উদ্ধারে যৌথভাবে শ্রেষ্ঠ টিম এ জেড এম তৈমুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, কোতয়ালী জোনাল টিম, ডিবি-দক্ষিণ ও মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ, পুলিশ পরিদর্শক শুটিং ইনসিডেন্ট ইনভেস্টিগেশন টিম, চোরাই গাড়ী উদ্ধারে শ্রেষ্ঠ টিম মোঃ মজিব আহম্মেদ পাটওয়ারী, সহকারী পুলিশ কমিশনার গাড়ী চুরি উদ্ধার ও প্রতিরোধ টিম, ডিবি-পশ্চিম, মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ টিম মাহবুবুল আলম, সহকারী পুলিশ কমিশনার মাদকদ্রব্য উদ্ধার টিম, ডিবি-উত্তর বিভাগ, অজ্ঞান/মলম পার্টি গ্রেফতারে শ্রেষ্ঠ টিম মোঃ মজিব আহম্মেদ পাটওয়ারী, সহকারী পুলিশ কমিশনার, টিম লিডার, গাড়ী চুরি উদ্ধার ও প্রতিরোধ টিম, ডিবি-পশ্চিম।
ডিএমপি’র ট্রাফিক বিভাগের শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে ট্র্রাফিক-উত্তর বিভাগ। শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার জুলফিকার আলী, সিনিঃ সহকারী পুলিশ কমিশনার, উত্তরা ট্রাফিক জোন, শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর বিপ্লব ভৌমিক, ইন্সপেক্টর রামপুরা ট্রাফিক জোন, শ্রেষ্ঠ সার্জেন্ট হিসেবে পুরস্কৃত হয়েছেন সার্জেন্ট মাজেদুল হক, লালবাগ ট্রাফিক জোন ও সার্জেন্ট মোঃ তানভীর হাসান, মিডিয়া ইনচার্জ, ট্রাফিক-পূর্ব বিভাগ।
ট্রাফিক সচেতনামূলক কর্মসূচীর জন্য বিশেষ পুরস্কারে পুরস্কৃত হলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-গুলশান) এবিএম জাকির হোসেন, ট্রাফিক- উত্তর বিভাগ, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-ওয়ারী) এএসএম তারিকুল ইসলাম, ট্রাফিক-পূর্ব বিভাগ, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-ডেমরা) সৈয়দ জিয়াউজ্জামান, ট্রাফিক-পূর্ব বিভাগ, ডিএমপি, ঢাকা।
বিশেষ ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা হলেন, উপ-পুলিশ কমিশনার (গুলশান বিভাগ, মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস্ বিভাগ, রমনা বিভাগ, তেজগাঁও বিভাগ, মতিঝিল বিভাগ, স্পেশাল এ্যাকশন গ্রুপ, ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ, ট্রাফিক-দক্ষিণ বিভাগ ও লজিস্টিকস্ বিভাগ।
বিশেষ পুরস্কার পেলেন যাঁরা তারা হলেন- (পিবিআই এর হ্যাক হওয়া ওয়েবসাইট উদ্ধার) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ নাজমুল ইসলাম, সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ, (অপহরণকারী চক্রের ০৩ জন সদস্য আটক) মোঃ মহরম আলী অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা (উত্তর), (ডাকাত গ্রেফতার) হাফিজ আল আসাদ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, গোয়েন্দা (পশ্চিম) বিভাগ, (হিজবুত তাহরীরের ০২ জন সদস্য আটক) মোঃ আহসান হাবীব বিপিএম-সেবা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, কাউন্টার টেরোরিজম বিভাগ, (দস্যুতা মামলার আসামী গ্রেফতার) মোঃ শাহাদাত হোসেন সুমা বিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, গোয়েন্দা (পশ্চিম) বিভাগ, (টাকা আত্মসাৎ চক্রের ০১ জন সদস্য গ্রেফতার) আজহারুল ইসলাম মুকুল, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ, (চোর গ্রেফতার) নাজমুল হাসান ফিরোজ বিপিএম-সেবা, পিপিএম সহকারী পুলিশ কমিশনার গোয়েন্দা (পূর্ব) বিভাগ।
(প্রশ্নপত্র ফাঁস চক্রের ২ জন গ্রেফতার) কায়সার রিজভী কোরায়েশী সহকারী পুলিশ কমিশনার, গোয়েন্দা (উত্তর) বিভাগ, (ফেসবুকে ভাইরাল হওয়া নারী উত্যক্তকারী গ্রেফতার) সালমান হাসান সহকারী পুলিশ কমিশনার (শিল্পাঞ্চল জোন) তেজগাঁও বিভাগ, (মুক্তিপন আদায় চক্রের ০৩ জন সদস্য গ্রেফতার) মোঃ নাজমুল হক সহকারী পুলিশ কমিশনার, অর্গানাইজড ক্রাইম প্রিভেনশন টিম, সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ, (প্রতারক চক্রের সদস্য গ্রেফতার) সুমন কান্তি চৌধুরী সহকারী পুলিশ কমিশনার গোয়েন্দা (উত্তর) বিভাগ, (ভেজাল ঔষধ উদ্ধার) মোঃ রবিউল ইসলাম সহকারী পুলিশ কমিশনার (ডেমরা জোন) ওয়ারী বিভাগ, (দস্যূতা মামলার ০৪ জন আসামী গ্রেফতার) এসএম শামীম সহকারী পুলিশ কমিশনার (পল্লবী জোন) মিরপুর বিভাগ, (হিজবুত তাহরীরের ০৫ জন সদস্য আটক) আতিকুর রহমান চৌধুরী, সহকারী পুলিশ কমিশনার কাউন্টার টেরোরিজম বিভাগ।
(সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারকারী গ্রেফতার) ইশতিয়াক আহম্মেদ পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ, (সড়ক দুর্ঘটনায় ছাত্রী নিহতের ঘটনায় ঘাতক ড্রাইভার আটক) মোঃ মাহমুদ হাসান সহকারী পুলিশ কমিশনার (তেজগাঁও জোন) তেজগাঁও বিভাগ, (অশ্লীল ভিডিও আপলোডকারী গ্রেফতার) ধ্রুব জ্যোতির্ময় গোপ, সহকারী পুলিশ কমিশনার সোশ্যাল মিডিয়া মনিটরিং টিম, সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ, (পুলিশের উপর হামলাকারী ০১ জন আসামী গ্রেফতার) মোঃ রফিকুল ইসলাম সহকারী পুলিশ কমিশনার, শুটিং ইনসিডেন্ট ইনভেস্টিগেশন টিম, সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ, (হত্যা মামলার ০৩ জন আসামী গ্রেফতার) মোঃ সিদ্দিকুর রহমান অফিসার ইনচার্জ, ডেমরা থানা, (ডাকাত গ্রেফতার) মোঃ সোহরাব হোসেন অফিসার ইনচার্জ, সবুজবাগ থানা, (গণধর্ষণকারী আসামী গ্রেফতার) মোহাম্মদ গোলাম আজম পুলিশ পরিদর্শক (অপারেশন), হাতিরঝিল থানা, (প্রতিমা ভাংচুরকারী গ্রেফতার) মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম পুলিশ পরিদর্শক (নিঃ), মিরপুর জোনাল টিম, গোয়েন্দা (পশ্চিম) বিভাগ, (চোরাইমাল উদ্ধারসহ আসামী গ্রেফতার) এম এম বিল্লাল আহম্মেদ টিআই, বাড্ডা ট্রাফিক জোন।
(হত্যা মামলার আসামী গ্রেফতার) এসআই মোঃ ইদ্রিসুর রহমান কামরাঙ্গীরচর থানা, (ডাকাত গ্রেফতার) এসআই পংকজ চন্দ্র দে সরকার শাহজাহানপুর থানা, (ধর্ষণকারী গ্রেফতার) এসআই মোঃ আব্দুল মোমিন তেজগাঁও থানা, (মহিলা চোর গ্রেফতার) এসআই মোঃ তারেক জাহান খান মোহাম্মদপুর থানা, (ডাকাত গ্রেফতার) এসআই মোঃ রফিকুল ইসলাম আদাবর থানা, (ছিনতাইকারী গ্রেফতার) এসআই মোঃ আশরাফুল ইসলাম, বাড্ডা থানা, (শিশু অপহরণকারী গ্রেফতার) এসআই কেএম মাহমুদুল হাসান দক্ষিণখান থানা, (অপহরণকারী গ্রেফতার) শিক্ষানবিশ সার্জেন্ট মোঃ লুৎফর রহমান, উত্তরা ট্রাফিক জোন, (ছিনতাইকারী গ্রেফতার) শিক্ষানবিশ সার্জেন্ট মোঃ এনামুল হক, শাহবাগ ট্রাফিক জোন, (পিস্তলসহ আসামী গ্রেফতার) এএসআই মোঃ তুহিন হোসেন যাত্রাবাড়ী থানা, (অপহরণকারী গ্রেফতার) এএসআই মোঃ আহসান হাবীব শেরেবাংলানগর থানা, (চাঁদাবাজ গ্রেফতার) এটিএসআই মোঃ শরিফুল ইসলাম, ওয়ারী ট্রাফিক জোন, (ছিনতাইকারী আটক) এএসআই রাশেদা খাতুন সবুজবাগ ট্রাফিক জোন, (মাদক উদ্ধার) এএসআই মিজানুর রহমান রামপুরা ট্রাফিক জোন, (ধারালো অস্ত্রসহ হামলাকারী আটক) এএসআই মোঃ আবু হানিফ শাহবাগ ট্রাফিক জোন, (পুলিশের উপর হামলাকারী আটক) কনস্টবল মোঃ সানোয়ার হোসেন ও কনস্টবল মোঃ মাসুদ রানা প্রটেকশন বিভাগ, (অগ্নিদগ্ধ জনসাধারণকে উদ্ধার) কনস্টবল মোঃ সাদাত হোসেন সুজন ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ ডিএমপি ঢাকা।
সূত্রঃ ডিএমপি নিউজ।