তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বিশেষ অবদানের জন্য ই-গভর্নেন্স (নাগরিক সেবায় বিশেষ অবদান) ক্যাটাগরিতে ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০ পুরস্কার পেয়েছেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

শনিবার ‘৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০’ উপলক্ষে ঢাকার আগারগাঁও আইসিটি টাওয়ারের বিসিসি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তাকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

উল্লেখ্য, খুলনা জেলা প্রশাসক গত বছরও ‘৩য় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯’ উপলক্ষে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে পুরস্কৃত হয়েছেন।

আইসিটি বিভাগের উদ্যোগে ‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’ এই প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী জেলা-উপজেলা এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হচ্ছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন