নিজস্ব প্রতিবেদকঃ
খুলনা জেলা প্রশাসন,খুলনার আয়োজনে সার্কিট হাউস হেলিপ্যাড প্রাঙ্গণে আগামী ৫- ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৮ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন করেছেন, খুলনা জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক জনাব মোঃ আমিন উল আহসান।

প্রেস ব্রিফিং এ তিনি বলেন,৩ দিনব্যাপী এই মেলায় ৫ টি প্যাভিলিয়নে স্টল থাকবে ৭৫ টি।
তরুণ উদ্ভাবকদের জন্য থাকছে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, স্কুল – কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে রচনা ও কুইজ প্রতিযোগিতা।এছাড়া প্রতিদিন সন্ধ্যায় রয়েছে ঝমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।

৫ ফেব্রুয়ারি সকাল ১১ টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব কবির বিন আনোয়ার, মহাপরিচালক (প্রশাসন), প্রধানমন্ত্রীর কার্যালয়, ঢাকা।
তিন দিনব্যাপী ( ৫- ৭ ফেব্রুয়ারি) ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৮ উপলক্ষে খুলনা বিভাগের ১০ টি জেলার জেলা প্রশাসন সহ উপজেলা প্রশাসন কে সবান্ধব স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন,খুলনা জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক জনাব মোঃ আমিন উল আহসান।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন