সাতক্ষীরায় পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ (৭-১২ ডিসেম্বর) ২০১৯ উপলক্ষে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গুলোতে বেড়েছে মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যার মাত্রা।সাথে সাথে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলোতে ও থেমে নেই স্বাস্থ্য সেবা কার্যক্রম।তথ্য অনুসন্ধানে জানা গেছে চলতি মাসের ৭ তারিখে জেলা ব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ শুরু হয়।এ সেবা সপ্তাহ চলবে আগামী ১২ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত।

সাতক্ষীরা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে জানা গেছে সেবা সপ্তাহের প্রথম দিনে সাতক্ষীরা সদর উপজেলায় টিউবেকটমি সেবা গ্রহণ করেছেন ২ জন, আইইউডি সেবা গ্রহণ করেছেন ৩ জন,ইমপ্লান্ট সেবা গ্রহণ করেছেন ১৮ জন, ইনজেকশন সেবা গ্রহণ করেছেন ৮৪ জন,খাবার বড়ি গ্রহণ করেছেন ১৩৮ জন,কনডম সেবা নিয়েছেন ৯৩ জন।সেবা সপ্তাহের প্রথম দিনেই ৪ টি ডেলিভারি করে সুস্থ্য বাচ্চা জন্ম দিতে সার্বিক সহযোগীতা করেছেন সাতক্ষীরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা: লিপিকা বিশ্বাস।উক্ত বাচ্চা গুলো দেখতে সেবা সপ্তাহের প্রথম দিনেই মা ও শিশু কল্যাণ কেন্দ্রে যান সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক জনাব রওশন আরা জামান,এডি সিসি ডাঃ জিএম মুজিবুর রহমান,উপজেলা ফ্যামিলি প্লানিং অফিসার নকিবুল হাসান, মেডিকেল অফিসার ডা.আমিনুর রহমান প্রমুখ।

সূত্র আরো জানায় সাতক্ষীরা সদর উপজেলায় সেবা সপ্তাহের ৪র্থ দিন পর্যন্ত সাতক্ষীরা সদর উপজেলায় ২২ টি স্থায়ী পদ্ধতি সম্পাদন করা হয়েছে,১২ টি রোগীর ডেলিভারি সেবা দেওয়া হয়েছে,RTI/STI সেবা দেওয়া হয়েছে ৪২৩ জন কে।এছাড়াও সাধারন রোগী(জ্বর-সরদি-কাশি-চুলকনা-এলার্জি-পেটের সমস্যা) পুরুষ রোগী ৩২৮ জন ও মহিলা রোগী ১৭৮৮ জন কে চিকিৎসা সেবা দিয়েছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ।আর এটি সম্ভব হয়েছে সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনার ডেপুটি ডাইরেক্টর রওশন আরা জামান এঁর কড়া তৎপরতার কারনে।

একাধিক সূত্র জানায়,ডিডি ফ্যামিলি প্লানিং জনাব রওশন আরা জামান (বিসিএস-১৮,প:প:)কারো কিছু না বলেই আকষ্মিকভাবে হানা দেন কখনো তালা উপজেলায়, কখনো শ্যামনগর, কখনো কলালোয়ার বিভিন্ন সাব সেন্টারে।যার ফলে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মচারী বৃন্দের কর্মস্থলে উপস্থিতির হার বেড়েছে দ্বিগুন।

আলিপুর গ্রামের কবিরুল ইসলাম জানান,আলিপুর সাব-সেন্টারে গেলে এখন ডাক্তার পাওয়া যায়, প্রয়োজনীয় চিকিৎসা ও বিনা মুল্যে ঔষধ সামগ্রী পাওয়া যায়।

সাতক্ষীরা ব্যাংদহ বাজারের গফুর আলী বলেন,পরিবার পরিকল্পনা সহকারীরা এখন আমাদের বাড়ি বাড়ি আসেন এবং খাবার বড়ি সহ অন্যান্য পরিবার পরিকল্পনা সেবা প্রদান করেন।

সাতক্ষীরা সদর থানা মোড়ের ফল ব্যবসায়ী বলেন কিছু দিন আগে তার স্ত্রীর একটি ছেলে সন্তান হয়েছে।মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা: লিপিকা বিশ্বাস তার স্ত্রীর সিজার করেন।মাত্র সরকারি ভর্তি ফি ছাড়া তার আর কোন বেশি টাকা খরচ হইনি বলে সন্তোষ প্রকাশ করেন।

প্রাসংঙ্গত : গত ০৭ ডিসেম্বর ২০১৯ তারিক জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক জনাব রওশন আরা জামান এঁর সভাপতিত্বে সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ আসাদুজ্জামান বাবু ও সদর উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাশীষ চৌধুরী চীফ গেষ্ট হিসাবে উপস্থিত থেকে কবুতর উড়িয়ে ফিতা কেটে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষনা করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন