সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে এক কেজি গাঁজা সহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম হাজেরা খাতুন (২৫)। সে ইটাগাছার পশ্চিম পাড়ার আব্দুর রহমানের স্ত্রী।

জেলা গোয়েন্দা পুলিশের সূত্র জানায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার) এঁর দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ইয়াছিন আলম চৌধুরীর নেতৃত্বে ডিবির এসআই মহাসিন তরফদার,এএসআই নাসির, কং বাবুল হোসেন ও সঙ্গীয় ফোর্স শনিবার সন্ধার পর গোপন সংবাদর ভিত্তিতে শহরের ইটাগাছা পশ্চিম পাড়ায় অভিযান চালিয়ে হাজেরা খাতুন কে এক কেজি গাঁজা সহ আটক করতে সক্ষম হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা জেলা ডিবির ওসি ইযাছিন আলম চৌধুরী আপডেট সাতক্ষীরা কে জানান আটককৃত আসামীর নামে ডিবি পুলিশ বাদী হয়ে সাতক্ষীরা থানায় মামলা দায়ের পূর্বক তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন