মাত্র ৪ দিন আগে সাাতক্ষীরা জেলা ডিবির অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব নিয়েছেন সাাতক্ষীরা থানার পরিদর্শক(তদন্ত) বাবুল আক্তার। যোগদান করার চার দিনের মাথায় তিনি পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৪৫ বোতল ফেন্সিডিল সহ এক জন ও ৫০০ গ্রাম গাঁজা সহ অপর এক যুবক কে আটক করেছেন।

ডিবি পুলিশের সুত্র জানায়,সাতক্ষীরার জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার এঁর দিক নির্দেশনা মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: সজীব খানের তত্বাবধায়নে গত ২১ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবির ওসি বাবুল আক্তারের নেতৃত্বে পরিদর্শক তরিকুল ইসলাম, সঙ্গীয় এসআই/মোঃ জিয়াউর রহমান, এসআই/মোঃ মোস্তফা আলম, এএসআই/ মাজেদুল ইসলাম, কং/হাফিজুর রহমান, কং/নজরুল ইসলাম ও কং/নাঈম হায়দার কর্তৃক সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানাধীন খামারপাড়া মোড়ে অভিযান চালিয়ে ৪৫ বোতল ফেন্সিডিল সহ আজিম হোসেন (২২), পিতা-আসাদুর রহমান আসাদ,  খোকা বাবু, গ্রাম- খামারপাড়া, থানা-কালিগঞ্জ, জেলা-সাতক্ষীরাকে আটক করতে সক্ষম হয় ডিবি পুলিশ। 

পরের দিন ২২ ফেব্রুয়ারি রাতে সাতক্ষীরার জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার এঁর দিক নির্দেশনা মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: সজীব খানের তত্বাবধায়নে জেলা ডিবির ওসি বাবুল আক্তারের নেতৃত্বে পরিদর্শক তরিকুল ইসলাম,সঙ্গীয় এসআই/মোঃ জিয়াউর রহমান, এসআই/মোঃ মোস্তফা আলম, এএসআই/ মাজেদুল ইসলাম, এএসআই/ ইনামুল, কং/নজরুল ইসলাম কর্তৃক সাতক্ষীরা সদর থানাধীন লাবসায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা সহ মোঃ আব্দুল আজিজ নিকারি (৩২), পিতা- আকবর আলী নিকারি, গ্রাম- খুড়ো বাকসা, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরাকে আটক করে ডিবির ঐ চৌকশ টিম। 

আটকের বিষয়টি নিশ্চিত করে ডিবির ওসি বাবুল আক্তার আপডেট সাাতক্ষীরা কে জানান আটককৃতদের নামে কালিগঞ্জ থানায় ও সাতক্ষীরা থানায় ডিবি পুলিশ বাদী হয়ে মামলা দায়ের পূর্বক তাদের কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 

 

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন