সাতক্ষীরায় জামায়াত নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে শহরের নারকেলতলা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কৈখালী গ্রামের বাসিন্দা।
গোয়েন্দা পুলিশের বিশেষ সুত্র জানায়,সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জনাব মোঃ আলী আহম্মেদ হাশেমী’র নেতত্বে সাব-ইন্সপেক্টর হাবিবুর রহমান,সাব-ইন্সপেক্টর রবিন,সহকারী সাব-ইন্সপেক্টর শরীয়াতুল্লাহ,সাব-ইন্সপেক্টর বৃষ্নু গোষাল ও সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের নারিকেল তলার মোড় হইতে জনৈক পরিবহন থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জনাব আলী আহম্মেদ হাশেমী সাংবাদিক দের কে বলেন,আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ জঙ্গি-মাদক-সন্ত্রাস ও নাশকতার পরিকল্পনাকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।তার ই ধারাবাহিকতায় দুপুরে সাতক্ষীরা থেকে পরিবহন যোগে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, তার বিরুদ্ধে জামায়াতের অর্থ যোগানদাতা সহ নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন