জনসেবায় জনপ্রশাসন” কথাটি এখন বাস্তবে রুপ নিয়েছে প্রায় প্রত্যেকটি জেলায়।এবার দেখা মিল্ল সাতক্ষীরাতে।আজ সকাল ৮ টায় কেন্দ্রীয় ঈদগাহেে ঈদুল আযহা’র নামাজ আদায় করে সাতক্ষীরার বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল সোজা চলে যান সরকারি ডিসি বাঙলোতে। সেখানে পশুকোরবানি করে তিনি ভুলে যান নি সাতক্ষীরা শিশু পরিবারের এতিম দের কথা।দুপুর বেলায় জেলা শিশু পরিবারের অসহায় ও পিতা হারা এতিম দের কে বিশেষ মেহমান হিসাবে দাওয়াত করেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।পরে জেলা প্রশাসকের আমন্ত্রন পেয়ে শিশু পরিবারের এতিম শিশুরা চলে আসেন ডিসি বাঙলোতে।এসময় শিশু পরিবারের কয়েকশত এতিম শিশুদের নিয়ে দুপুরে লান্স করেন জেলা প্রশাসক ও তার পরিবার।এতিম শিশুদের কে নিজ হাতে প্লেটে ভাত বেড়ে দেন জেলা প্রশাসক।এতিম শিশুদের জন্য নানা রকমের খাবারের আয়োজন করেন জেলা প্রশাসন।এসময় এতিম শিশুরা পেটভরে বিরানি পোলাও খেয়ে জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এবিষয়ে শিশু সদনের এতিম শিশু রহিম অনুভূতি প্রকাশ করে বলেন ডিসি স্যারের বাঙলোর শোভাসেটে বসে বিরানি পোলাও খাবো এটা কখনো আসাকরি নি।সে বলেন ডিসি স্যার অনেক বড় হৃদয়ের মানুষ আল্লাহ পাঁক তাকে সুস্থ্য রাখুন ও দীর্ঘায়ু দান করুন।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ বদিউজ্জামান,অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান,সদর উপজেলার নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী,সদর উপজেলার সহকারী কমিশনার রনি আলম নূর   সহ জেলা প্রশাসনের অন্যান্য নির্বাহী ম্যাজিস্ট্রেট গণ। 

       





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন