প‌রিষ্কার প‌রিচ্ছন্নতার উপর গুরুত্বা‌রোপ ক‌রে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ব‌লে‌ছেন, ডেঙ্গু প্র‌তি‌রো‌ধে স‌চেতনতার বিকল্প নেই। এ‌ ক্ষে‌ত্রে সকল‌কে সতর্ক হ‌য়ে এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করে‌তে হ‌বে। বা‌ড়ির চারপা‌শে জ‌মে থাকা পা‌নির পাত্র, ডা‌বের খোলা, দই‌য়ের পাত্র, টায়ারসহ সং‌শ্লিষ্ট সব কিছু বস্তাব‌ন্দি ক‌রে রাখ‌তে হ‌বে।

মঙ্গলবার (২৪ সে‌প্টেম্বর) দুপু‌রে সাতক্ষীরা সদর উপ‌জেলার ডি‌বি ইউনাই‌টেড হাইস্কু‌লে ডেঙ্গু স‌চেতনতা ও ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা বিষয়ক কর্মসূ‌চি‌তে অংশ নি‌য়ে প্রধান অতি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা বলেন।

‌জেলা প্রশাসক শিক্ষার্থী‌দের উদ্দে‌শ্যে ব‌লেন, মু‌ক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্প‌র্কে অধিকতর জ্ঞান অর্জন ক‌রে দেশ গঠ‌নে অংশগ্রহণ কর‌তে হ‌বে। তোমরা সাতক্ষীরা ‌জেলার বা‌সিন্দা, এই জেলা প‌রিষ্কার প‌রিচ্ছন্ন রাখার দায়িত্বও তোমা‌দের। এজন্য সক‌লের অংশগ্রহ‌ণে ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা না‌মে সাতক্ষীরায় নতুন সামা‌জিক আ‌ন্দোলন শুরু করা হ‌য়ে‌ছে। এই আন্দোলন সফ‌লে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূ‌মিকা রাখ‌তে পা‌রে। তাছাড়া নি‌জে‌দের প্র‌য়োজ‌নেই নি‌জে‌দের বাড়িঘর প‌রিষ্কার প‌রিচ্ছন্ন রাখ‌তে হ‌বে।

অনুষ্ঠা‌নে ব্রহ্মরাজপুর ইউ‌পি চেয়ারম্যান শহীদুল ইসলা‌মের সভাপ‌তি‌ত্বে বি‌শেষ অতি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছিলেন সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী, বিদ্যাল‌য়ের সভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা শহীদুল ইসলাম, ব্রহ্মরাজপুর বা‌লিকা মাধ্য‌মিক বিদ্যাল‌য়ের সভাপ‌তি আব্দুস সোবহান, ডি‌বি ইউনাই‌টেড হাইস্কু‌লের প্রধান শিক্ষক মো‌মিনুর রহমান প্রমুখ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন