কমিউনিটি পুলিশিং খুলনা ফোরামের আয়োজনে শনিবার সকালে ডুমুরিয়ায় কমিউনিটি পুলিশিং ডে’র শুভ উদ্বোধন করেন,খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি ড.খন্দকার মহিদ উদ্দিন। সকাল ১০ টায় ডুমুরিয়া উপজেলা সদরের কলেজ চত্বরে ফেস্টুন উড়িয়ে,কেক কেটে ও পরে রক্তদান কর্মসূচীর মধ্য দিয়ে তিনি পুলিশিং ডে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

এরপর এক বর্ণাঢ্য শোভাযাত্রা কলেজ চত্ত্বর থেকে শুরু করে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক দিয়ে ডুমুরিয়া উপজেলা সদরের স্মৃতি সৌধ চত্বরে এসে শেষ হয়। খুলনা জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান আলোচক খুলনা রেঞ্জ ডিআইজি। তিনি বলেন,দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, আমাদেরকে সে দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। মাদকমুক্ত সমাজ এবং জাতি গঠনের জন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে সমাজে মাদক এবং জঙ্গিবাদ যদি মুক্ত না করা যায় তাহলে উন্নয়নের সার্থকতা ব্যবসায় পরিণত হবে।

তাই উপস্থিত সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি আরো বলেন, বিশেষ করে মায়েদের প্রতি দৃষ্টি আকৃষ্ঠ করে তিনি বলেন,খেয়াল করতে হবে যেন,তাদের সন্তানরা যারা উঠতি বয়সের যুবক যুবতী তারা যেন কোনভাবেই মাদক এবং জঙ্গিবাদ জড়িয়ে না পড়ে। আর তা না হলে সুন্দর আগামীর জন্য অন্তরায় হয়ে দাঁড়াবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,স্থানীয় সংসদ সদস্য সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন এন্ড ফিন্যান্স) মো: হাবিবুর রহমান, বি পি এম,অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপারেশন) একেএম নাহিদুল ইসলাম রাহাত বিপিএম
বি সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজিব খান, খুলনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুফ আলী, খুলনা কমিউনিটি পুলিশ এর সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মকবুল হোসেন মিন্টু, ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম, ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, চেয়ারম্যান খান শাকুর আলী, ওসি মোঃ আমিনুল ইসলাম (বিপ্লব) কমিউনিটি পুলিশ এর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরোল ইসলাম মানিক, সহকারী কমিশনার ভূমি সঞ্জীব দাশ, জাহাঙ্গীর আলম প্রমুখ।
অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনা করেন, উপজেলা ‌যুবলীগের আহ্বায়ক গৌবিন্দ‌ ঘোষ।।

একই দিন বিকালে ক‌মিউ‌নি‌টি পুলি‌শিং ডে/২০১৯ উপল‌ক্ষে খুলনা জেলার ফুলতলা থানাথীন দা‌মোদর স্কুল মা‌ঠে জেলা পু‌লিশ কর্তৃক আয়ো‌জিত প্রী‌তি ফুটবল ম্যা‌চে অংশ গ্রহণ শে‌ষে রেঞ্জ ডিআইজির নিকট থেকে রানার্স আপ ট্র‌ফি গ্রহণ করেন খুলনা বি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃসজিব খান।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন