খুলনা জেলা ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ সকলের
প্রিয় আমিনুল ইসলাম (বিপ্লব) সোমবার দিবাগত রাতে  কিছুক্ষণ আগে স্ট্রোক জনিত কারণে অসুস্থ হয়ে পড়েন” ওসি ডুমুরিয়াকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

 

উনার স্ত্রী সবার কাছে দোয়া চেয়েছেন । মহান আল্লাহর কাছে দোয়া করবেন তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ডুমুরিয়া উপজেলা বাসিকে নিরাপত্তা নিশ্চিত করতে পারে।

এদিকে তার অসুস্থতার কথা শুনা মাত্র ডুমুরিয়া ফুলতলা ৫ আসনের বার বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সাবেক সফল মন্ত্রী জননেতা,নারায়ণ চন্দ্র চন্দ {এমপি}বার বার খোঁজ খবর নিচ্ছেন,খুলনা জেলার পুলিশ সুপার এস এম সফিউল্লাহ বিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল সজীব খান,ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ,দৈনিক যায় যায় দিন খুলনা ব্যুরো প্রধান আতিয়ার রহমান,ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম , সহ ডুমুরিয়া উপজেলা থেকে শত শত মানুষ পুলিশ বান্ধব লোকজন ছুটে আসেন হাসপাতালে ।

খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ ডুমুরিয়া থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লবের  সুস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন ।

প্রাসংঙ্গত : ডুমুরিয়া থানার মানবিক ওসি আমিনুল ইসলাম বিপ্লব খুব ই হৃদয়বান একজন পুলিশ অফিসার। সব সময় তিনি সমাজের নির্যাতিত ও অসহায় ব্যক্তিদের পাসে দাড়িয়ে তাদেরকে পুলিশি সেবা নিশ্চিত করেন। এমনকি বৃদ্ধ পিতা মাতাকে যদি কেউ নির্যাতন করে তাহলে ওসি বিপ্লব সেই ছেলে কে আটক করে থানায় এনে পিতা-মাতার সাথে মিলমিশ করিয়ে দেন। শুধু তাই নয় ডুমুরিয়ায় কয়েকজন থায়াস্যামেলইয়া আক্রান্ত রোগীকে ওসি বিপ্লব প্রতি তিন মাস পরপর নিজের শরীর থেকে রক্ত দান করেন। 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন