খুলনা বিভাগের ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা করতে বিভাগের ১০ জেলার জেলা প্রশাসকদের সাথে বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া আজ (মঙ্গলবার) বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ হতে এক ভিডিও কনফারেন্সে মিলিত হন। কনফারেন্সে যুক্ত হয়ে জেলা প্রশাসকরা সংশ্লিষ্ট জেলার ডেঙ্গু আক্রান্ত রোগীর তথ্য ও ডেঙ্গু প্রতিরোধে গৃহীত কার্যক্রম বিষয়ে বিভাগীয় কমিশনারকে অবহিত করেন। বিভাগীয় কমিশনার তাঁর নির্দেশনায় বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির কোন বিকল্প নেই। সকল জেলায় ব্যাপকভাবে ডেঙ্গু ছড়িয়ে পড়লে উদ্ভুত পরিস্থিতিতে সকলের জন্য স্বাস্থ্যসেবা প্রদান কঠিন হয়ে পড়তে পারে। তাই ডেঙ্গুর বিস্তার রোধ করতে কাজ করা প্রয়োজন। সবার আগে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম চালাতে হবে। পরে আইন প্রয়োগের মাধ্যমে জরিমানা আরোপের বিষয়টি আসতে পারে।
এসময় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়) জনাব নিশ্চিন্ত কুমার পুয়াদ্দার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জনাব সুবাস চন্দ্র সাহা,খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, খুলনার ডেপুটি সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
pid khulna