ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জরুরি এক সভা অনুষ্ঠিত হয় সার্কিট হাউজ এর সভাকক্ষে। সাতক্ষীরার সকল প্রশাসনিক কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, প্রেসক্লাবের প্রতিনিধি, জনপ্রতিনিধি সহ সকল স্তরের কর্মকর্তারা সেখানে উপস্থিত থেকে ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরা জেলায় কিছু উল্লেখযোগ্য কাজ এর শিডিউল তৈরি করতে সক্ষম হয়।সিদ্ধান্ত সমূহ:

১. আগামীকাল থেকে “একদিন একঘন্টা” কর্মসূচি পালিত হবে যেটার মাধ্যমে প্রতিদিন এক ঘন্টা করে জেলার সকল সরকারী, আধাসরকারী, বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান চলবে।

২. ঢাকা থেকে আগত সকল যাত্রীবাহী বাসে ঢাকা কাউন্টার এবং সাতক্ষীরা প্রবেশপথে ২ বার মশানিরোধ স্প্রে মারা হবে।

৩. সাতক্ষীরা প্রবেশপথে অস্থায়ী মেডিকেল ক্যাম্প করে সেখানে ডেঙ্গুর সম্ভাবনাময় কেউ থাকলে তাকে ফ্রি প্রাথমিক টেস্ট করানো হবে৷

৪. সকল সরকারী হাসপাতালে ফ্রি চিকিৎসা ব্যাবস্থা চালু করা হবে ডেঙ্গু রোগীর জন্য।

৫. প্রতেকটি স্কুলে ছাত্রছাত্রীদের মাঝে ও বাড়ি বাড়ি উঠান বৈঠকের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করা হবে।

৬. এক লক্ষ সচেতনতামূলক লিফলেট বিতরন করা হবে পুরো জেলাব্যাপী।

৭. লোকাল পত্রিকা ও টিভি চ্যানেলে প্রতিদিন সচেতনতামুলক বিজ্ঞাপন প্রচার করা হবে।

৮. পৌরসভার সকল পরিচ্ছন্ন কর্মীর ছুটি বাতিল করে সকল ড্রেনেজ সিস্টেম পরিচ্ছন্ন করা হবে।

৯. মশার প্রজনন রোধে ড্রেনের পাশে প্রতিনিয়ত ফগ স্প্রে মারা হবে।

১০. শহরের প্রানকেন্দ্রের খালকে দখলমুক্ত ও দুষনমুক্ত করে খনন কাজ শুরু করা হবে।

১১. সচেতনতামূলক নাটিকা ও জারিগানের মাধ্যমে মানুষকে সচেতন করা হবে।

সাতক্ষীরার সুশীল সমাজ মনে করেন এ সকল কাজের সমন্বয়কারী ও শুরু করার জন্য একমাত্র প্রশংসার দাবীদার সাতক্ষীরার বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। তার আন্তরিকতায় আজ সাতক্ষীরার মানুষ অনেকটা ডেঙ্গু আশংকামুক্ত।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন