সাতক্ষীরা জেলার বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক জনাব এস এম মোস্তফা কামাল জেলা বাসীর প্রতি আহবান জানিয়ে বলেছেন, সাতক্ষীরা বাসী আপনারা নিজেরা সচেতন হউন এবং অপর কেও সচেতন করুন।বৃহস্পতিবার অফিসের কাজ শেষে রাতে ডিসি বাঙলোতে ফিরছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।গাড়িতে বসে ৮ নং ওয়ার্ডের পলাশপোল স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ তার চোখে পড়ে একটি ট্যায়ার মেরামত করার দোকান ও দোকানের সামনে সাজিয়ে রাখা হয়ে বেশ কিছু মটর সাইকেল ও অন্যান্য যানবাহনের ট্যায়ার।
বিষয়টি দেখা মাত্রই জেলা প্রশাসক ড্রাইভার কে গাড়ি থামাতে বলেন। এসময় জেলা প্রশাসক গাড়ি থেকে নেমে ট্যায়ারের দোকানে গিয়ে দেখতে পান বাদ দেওয়া ট্যায়ার সাজানো আর বর্ষার পানি পড়ে ট্যায়ারের ভিতরে এডিশ মশা বংশ বিস্তার করতে পারে ।পরে জেলা প্রশাসকের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা মোবাইল কোর্টের মাধ্যমে ট্যায়ার গুলো ধ্বংস করে দেন এবং ঐ ট্যায়ার মিস্ত্রি কে প্রথম বারের মত সতর্ক করে দেন যেন এমন ভুল আর দ্বিতিয়বার না হয়।
বিষয়টি দেখে জেলা প্রশাসক মর্মাহত হয়ে তার সরকারি ফেইজবুক আইডি Dc Satkhira Mostafa Kamal id তে লিখেছেন….
৮ নং ওয়ার্ডের পলাশপোল স্কুলের পাশের চিত্র। অফিস থেকে বাসায় ফেরার পথে থমকে দাড়াই ।এই টায়ারের ভিতর পানি জমছে। এখানেই জন্ম নিবে এডিস মশা। আক্রান্ত হবে আরো কিছু মানুষ। হাসপাতালে যাবে ।ভর্তি হবে। কিন্তু এসকল মানুষেরা কি সচেতন হবেনা? সাতক্ষীরা বাসী প্রতিটি মানুষের প্রতি আমার আহবান “ আপনারা নিজেরা সচেতন হউন , তাদেরকেও সচেতন করুন। “ আজ এটি আমাদের সকলের দায়িত্ব।