পবিত্র জুন্মার দিনেও থেমে নেই সাতক্ষীরা ডিসির ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান।শুক্রবার সকাল ১০ টায় সাতক্ষীরার বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল পৌরসভার ১ নং ওয়ার্ডের ১০-১২ বাড়িতে যান এডিশ মশার বংশ বিস্তারের আবাসস্থল ধ্বংস করতে।সেখান থেকে জেলা প্রশাসক সদর উপজেলার ঘোনা ইউনিয়নের কয়েকটি বাড়িতে বাড়িতে যান ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালাতে।

এসময় জেলা প্রশাসক ১ নং ওয়ার্ডের ও ঘোনা ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে ফুলের টবে জমে থাকা পানি পরিস্কার করতে বলেন বাড়ির মালিক কে।তিনি বাড়ির মালিক দের কে বাড়ির আঙিনা থেকে শুরু করে বৃষ্টির পানি জমে থাকা পানি গুলো পরিস্কার করতে বলেন। এসময় পৌরসভার পক্ষ থেকে ফগার মেশিনের মাধ্যমে মশা মারার ঔষধ ছিটানো হয় বাড়ি বাড়ি।এসময় পৌর কাউন্সিলর জোৎন্সা আরা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।      

এর পর জেলা প্রশাসক পবিত্র জুম্মার নামাজ শেষে মসজিদের বাহিরে দাড়িয়ে তিনি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মুলক লিফলেট বিতরণ করেন।

একই দিন বিকালে জেলা প্রশাসক জনাব এসএম মোস্তফা কামাল ডেঙ্গু প্রতিরোধে কালিগঞ্জ উপজেলার বিভিন্ন মোড়ে মোড়ে জনসচেতনতা মুলক লিফলেট বিতরণ করেন।

এসময় জেলা প্রশাসক বলেন, মিষ্টির দোকানের দইয়ের মালশা ব্যববহারের পরে মালশা গুলো উল্টে রাখতে হবে। যেন সেখানে বৃষ্টির পানি জমতে না পারে।তিনি আরো বলেন, বাড়িতে ব্যবহৃত হয় প্লাস্টিকের পট,ভাঙা বালতি ইত্যাদি জিনিষ গুলো এমন ভাবে রাখতে হবে যেন সেখানে বৃষ্টির পানি জমতে না পারে।সচেতনতা মুলক লিফলেট বিতরণ কালে জেলা প্রশাসকের ছোট পুত্র আপন,  কালিগঞ্জ উপজেলার চেয়ারম্যান সাঈদ মেহেদি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় জেলাবাসীকে এডিস মশা নির্মূলে এ কার্যক্রমে জেলা প্রশাসনের পাশে থাকায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জেলা প্রশাসক মোস্তফা কামাল।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন