সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পৃথক পৃথক নানা কর্মসুচি পালিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিল সচেতনতা মূলক সাইকেল র‌্যালী, মশা নিরোধক ঔষধ (ক্রিম) বিতরণ ও আলোচনা সভা। সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল ও পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বুধবার সকালে শহরের আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেটের সামনে গিয়ে শেষ হয়। এরপর সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস মাঠ চত্বরে সাংবাদিক ও পুলিশ সদস্যদের মাঝে মশা নিরোধক ঔষধ (ক্রিম) বিতরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ     ইলতুৎমিশ, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহ্উদ্দিন, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) হুমায়ন কবির, জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান,সদর থানার ওসি মোস্তাফিজুর সহ সকল থানার অফিসার ইনচার্জ গণ উপস্থিত ছিলেন।         





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন