জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল এর নেতৃত্বে সাতক্ষীরা সদর উপজেলার বাউডাঙ্গা ইউনিয়নের ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় আজ সকাল ১০.৩০ টায় ছাত্র-ছাত্রী, শিক্ষক ও সুধীজনদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত এক সচেতনতামূলক সমাবেশ করেন।
উক্ত সমাবেশে অন্য অতিথিদের মধ্যে জনাব হুসাইন শওকত, উপপরিচালক, স্থানীয় সরকার বিভাগ, সাতক্ষীরা, জনাব দেবাশীষ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, সাতক্ষীরা সদর, জনাব মোঃ আজমল হোসেন, চেয়ারম্যান- ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদ, জনাব এ এস এম তোফাইল হোসেন, অধ্যক্ষ, ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল(ডিগ্রী) মাদ্রাসা, মোঃ ইয়াররব হোসেনসহ উক্ত মাদ্রাসার কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যগণ ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। এ সময়ে মাদ্রাসার অধ্যক্ষের বাথরুমে অনেকদিন পানি জমে এডিস মশার লার্ভা ও ডেঙ্গু মশা হওয়ায় অধ্যক্ষ মহোদয়কে কৈফিয়ত তলবের নির্দেশনা দেন জেলা প্রশাসক মহোদয়।

সমাবেশে জেলা প্রশাসক মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের ডেঙ্গু সচেতনতা বিষয়ে তাদের বাড়িতে চেয়ারম্যান, মেম্বর ও অন্য কেউ গিয়েছে কি না প্রশ্ন করলে ছাত্র-ছাত্রীরা উত্তরে বলেন যে কেউ তাদের বাড়িতে যাইনি। তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক চেয়ারম্যান ও মেম্বরদের কঠোর ভাষায় সতর্ক করেন ও ক্ষোভ প্রকাশ করেন।

উক্ত ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বরগণ কথা দেন যে আমরা আগামী ০৫ (পাঁচ) দিনের মধ্যে ইউনিয়নের সকল বাড়িতে বাড়িতে গিয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করব।

জেলা প্রশাসক সমাবেশ শেষে ঝাউডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন বাড়িতে বাড়িতে যান এবং সে সকল বাড়িতে এডিস মশার লার্ভা ও এডিস মশা দেখতে পান। বাড়ির মালিকদের এ বিষয়ে সচেতন করেন এবং তাদের বাড়িতে পরবর্তীতে এডিস মশার লার্ভা ও এডিস মশা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেন।


এ সময় ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গেটের সামনে লাইসেন্সবিহীন মাছের খাদ্য উৎপাদন করায় মিলের ম্যানেজারকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব স্বজল মোল্লা ০৭ (সাত) দিনের জেল দেন এবং উক্ত মিল সিলগালা করেন। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসক জনাব এস এম মোস্তফা কামালের নির্দেশে জনাব হুসাইন শওকত, উপপরিচালক, স্থানীয় সরকার বিভাগ, সাতক্ষীরা ও নেজারত ডেপুটি কালেক্টর জনাব স্বজল মোল্লা কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাড়িতে বাড়িতে আজ বিকালে পরিদর্শন করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন