খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া বলেছেন, এডিস মশা খুব সাধারণ একটি মশা। জনসচেতনতার মাধ্যমে এটি নির্মূল করা সম্ভব। ডেঙ্গু প্রতিরোধে সবার সম্মিলিত প্রচেষ্টা ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
এডিস মশার বংশ বিস্তার যাতে নিয়ন্ত্রণে থাকে, সেজন্য উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধিদের প্রতিটি বাড়ী বাড়ী গিয়ে সচেতনতা সৃষ্টির আহবান জানান তিনি। খুলনা বিভাগীয় কমিশনার বলেন, ডেঙ্গুর চেয়েও মাদক ভয়াবহ।
ডেঙ্গু আক্রান্ত হলে একটি মানুষ মরবে, আর পরিবারের একটি ছেলে মাদকাসক্ত হলে পুরো সমাজ ধ্বংশের দিকে ধাবিত হবে। মাদক সমাজকে নস্ট করছে। এডিস মশার মতো মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে জনগণকে সচেতন করে তুলতে হবে।’
বুধবার বেলা ১২টায় তুফান কনভেনশন সেন্টারে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসে স্থায়ী সমাধানে কর্মপরিকলল্পনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া এসব কথা বলেন।
সেমিনারে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন
জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার) , সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ নজরুল ইসলাম, সিভিল সার্জন শেখ আবু শাহীন।
সেমিনারে মূখ্য আলোচক হিসেবে প্রেজেন্টেশন উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালরয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক প্রফেসর ড. কবিরুল বাশার।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ বদিউজ্জামান,অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান, সদর উপজেলার নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী সহ সকল উপজেলার নির্বাহী অফিসার গণ,সকল উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান গণ,সকল উপজেলার সহকারী কমিশনার(ভুমি), প্রেসক্লাব প্রতিনিধি, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যাণার্জী,পৌর কাউন্সিলর ও সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জোৎন্সা আরা জেলা পরিষদের সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন সহ সাতক্ষীরা কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এসিআই কোম্পানির পক্ষ থেকে সকল উপজেলা চেয়ারম্যান ও সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের নিকট মশা নিধনের কয়েল গ্লোব তুলে দেওয়া হয়।