ডেঙ্গু সচেতনতা ও জলাবদ্ধতা নিরসনে সাতক্ষীরায় জনপ্রতিনিধিদের নিয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলা পরিষদের ডিজিটাল কর্ণারে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাতক্ষীরাস্থ উপ-পরিচালক শওকাত হোসেন, ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম,উপজেলা কৃষি অফিসার আমজেদ হোসেন,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃনকিবুল ইসলাম, সমাজ সেবা অফিসার রোকনুজ্জামান,উপজেলা প্রকৌশলী সহ সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের চেয়াম্যানগন।
প্রধান অতিথি এ সময় ডেঙ্গু প্রতিরোধে ও জলাবদ্ধতা নিরসনে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। একই সাথে তিনি জনপ্রতিনিধিদের তার এলাকার প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম চালানোসহ জলাবদ্ধতা নিরসনে কার্যকরী ভূমিকা পালনের নির্দেশ দেন।