জানুয়ারি মাসে ডিএমপির আট ক্রাইম বিভাগের মধ্যে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছে লালবাগ ও তেজগাঁও বিভাগ। শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হয়েছেন মোঃ ইলিয়াছ হোসেন সহকারী পুলিশ কমিশনার (চকবাজার জোন), শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) মাজহারুল ইসলাম বিপিএম, পিপিএম (বার), অফিসার ইনচার্জ, যাত্রাবাড়ী থানা, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল মাবুদ, পুলিশ পরিদর্শক (তদন্ত), পল্লবী থানা, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অপারেশনস্) মোহাম্মদ এমরানুল ইসলাম পুলিশ পরিদর্শক (অপারেশনস্), পল্লবী থানা, শ্রেষ্ঠ এসআই যৌথভাবে এসআই পাবেল মিয়া, সদরঘাট পুলিশ ফাঁড়ী ও এসআই মোঃ খোরশেদ আলম, গুলশান থানা, শ্রেষ্ঠ এএসআই যৌথভাবে এএসআই মোঃ মোবারক হোসেন, মিরপুর মডেল থানা ও এএসআই মোঃ হেলাল উদ্দিন, মতিঝিল থানা, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই মোঃ মোবারক হোসেন, মিরপুর মডেল থানা, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার এসআই মোঃ সাহিদুল ইসলাম, তেজগাঁও শিল্পাঞ্চল থানা, শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার মাজহারুল ইসলাম বিপিএম, পিপিএম(বার), অফিসার ইনচার্জ, যাত্রাবাড়ী থানা ও শ্রেষ্ঠ চোরাই গাড়ী উদ্ধারকারী অফিসার এসআই মোঃ আব্দুল মান্নান, তেজগাঁও থানা, ডিএমপি, ঢাকা।
ডিএমপি’র গোয়েন্দা বিভাগের শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে গোয়েন্দা-দক্ষিণ বিভাগ, শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম সহকারী পুলিশ কমিশনার, অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিম, ডিবি-উত্তর বিভাগ, চোরাই গাড়ী উদ্ধারে শ্রেষ্ঠ টিম মুজিব আহম্মদ পাটওয়ারী, সহকারী পুলিশ কমিশনার, গাড়ী চুরি উদ্ধার ও প্রতিরোধ টিম, ডিবি-পশ্চিম, অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ টিম যৌথভাবে নাজমুল হাসান ফিরোজ পিপিএম, সহকারী পুলিশ কমিশনার, অবৈধ মাদক উদ্ধার ও প্রতিরোধ টিম, ডিবি-পূর্ব ও মোঃ সাইফুর রহমান আজাদ, সহকারী পুলিশ কমিশনার, কোতয়ালী জোনাল টিম, ডিবি-দক্ষিণ বিভাগ, মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ টিম শাহিদুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার, অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিম, ডিবি-উত্তর বিভাগ ও অজ্ঞান/মলম পার্টি গ্রেফতারে শ্রেষ্ঠ টিম মোঃ আহসান খান, সহকারী পুলিশ কমিশনার, ধানমন্ডি জোনাল টিম, ডিবি-দক্ষিণ বিভাগ, ডিএমপি, ঢাকা।
ডিএমপি’র ট্রাফিক বিভাগের শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে ট্র্রাফিক-দক্ষিণ বিভাগ, শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার বিমান কুমার দাস সহকারী পুলিশ কমিশনার, কোতয়ালী ট্রাফিক জোন , শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর এ কে এম মঞ্জুরুল আলম, ইন্সপেক্টর, কোতয়ালী ট্রাফিক জোন, শ্রেষ্ঠ সার্জেন্ট যৌথভাবে সার্জেন্ট মোশফিকুর রহমান, কোতয়ালী ট্রাফিক জোন ও সার্জেন্ট মোঃ সোহেল রানা চৌধুরী, ডেমরা ট্রাফিক জোন।
জানুয়ারি ২০২০ মাসে বিট পুলিশিং কার্যক্রম সংক্রান্তে পুরস্কারপ্রাপ্তরা হলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল্লাহিল কাফী (ধানমন্ডি জোন), সহকারী পুলিশ কমিশনার মোঃ ইলিয়াস হোসেন (চকবাজার জোন), মোঃ সিদ্দিকুর রহমান অফিসার ইনচার্জ, ডেমরা থানা, মোঃ শাহীন ফকির বিপিএম অফিসার ইনচার্জ, বংশাল থানা ও মোঃ আবুল কালাম আজাদ অফিসার ইনচার্জ, রূপনগর থানা।
বিশেষ ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা হলেন উপ-পুলিশ কমিশনার (প্রটেকশন বিভাগ, আইএডি বিভাগ ও ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ)।
জানুয়ারি, ২০২০ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিশেষ পুরস্কারপ্রাপ্তরা হলেন,(হত্যা মামলার আসামী গ্রেফতার) মোঃ হাফিজ আল ফারুক অতিঃ উপ-পুলিশ কমিশনার, তেজগাঁও শিল্পাঞ্চল জোন, (প্রতারক চক্র গ্রেফতার) মোঃ গোলাম সাকলায়েন পিপিএম অতিঃ উপ-পুলিশ কমিশনার, গুলশান জোনাল টিম, গোয়েন্দা (উত্তর) বিভাগ, (০৮ জন মুক্তিপণ আদায়কারী গ্রেফতার) বদরুজ্জামান জিল্লু অতিঃ উপ-পুলিশ কমিশনার, উত্তরা জোনাল টিম, গোয়েন্দা (উত্তর) বিভাগ, (ফেসবুকে গুজব সৃষ্টিকারী গ্রেফতার) মোঃ জুনায়েদ আলম সরকার অতিঃ উপ-পুলিশ কমিশনার, ক্যান্টনমেন্ট জোনাল টিম, গোয়েন্দা (উত্তর) বিভাগ,
(ভিকটিম উদ্ধারসহ অপহৃরণকারী গ্রেফতার) মোঃ শাহাদত হোসেন সুমা বিপিএম অতিঃ উপ-পুলিশ কমিশনার,পল্লবী জোনাল টিম, গোয়েন্দা (পশ্চিম) বিভাগ, (অপহৃত ভিকটিম উদ্ধার) মোঃ শাহিদুর রহমান পিপিএম অতিঃ উপ-পুলিশ কমিশনার, খিলগাঁও জোনাল টিম, গোয়েন্দা (পূর্ব) বিভাগ, (জাল টাকার সরঞ্জামসহ আসামী গ্রেফতার) মোঃ নাজমুল ইসলাম অতিঃ উপ-পুলিশ কমিশনার, সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ,
(প্রতারক গ্রেফতার) মোঃ মনিরুল ইসলাম অতিঃ উপ-পুলিশ কমিশনার, সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
(জেএমবি’র ০২ জন সদস্য গ্রেফতার) শেখ ইমরান হোসেন পিপিএম সহকারী পুলিশ কমিশনার, কাউন্টার টেরোরিজম বিভাগ, (আনসার আল ইসলামের ০১ জন সদস্য গ্রেফতার) আতিকুর রহমান চৌধুরী পিপিএম সহকারী পুলিশ কমিশনার, কাউন্টার টেরোরিজম বিভাগ, (নারী কর্মীদের পোশাক পরিবর্তনের ছবি ভিডিওকারী গ্রেফতার) ধ্রুব জ্যোতির্ময় গোপ সহকারী পুলিশ কমিশনার, সোস্যাল মিডিয়া মনিটরিং টিম, (ভূয়া মেজর পরিচয় দিয়ে অর্থ আত্মসাৎকারী গ্রেফতার) মোঃ নাজমুল হক সহকারী পুলিশ কমিশনার, অর্গানাইজ্ড প্রিভেনশন টিম, (প্রতারক গ্রেফতার) আশরাফউল্লাহ সহকারী পুলিশ কমিশনার, শুটিং ইনসিডেন্ট ইনভেস্টিগেশন টিম, (ফেসবুকে অশ্লীল ছবি আপলোডকারী গ্রেফতার) সাইদ নাসিরুল্লাহ সহকারী পুলিশ কমিশনার, ওয়েব সাইট এন্ড ই-মেইল ক্রাইম টিম, (প্রতারক গ্রেফতার) মোঃ সোলায়মান মিয়া সহকারী পুলিশ কমিশনার, রোবারী প্রিভেনশন টিম সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ, (চুরি/ডাকাতি মামলার আসামী গ্রেফতার) মাজহারুল ইসলাম বিপিএম,পিপিএম(বার) অফিসার ইনচার্জ, যাত্রাবাড়ী থানা, (হত্যা মামলার আসামী গ্রেফতার) বিএম ফরমান আলী অফিসার ইনচার্জ, বিমানবন্দর থানা, (গণধর্ষণ মামালার ৫ জন আসামী গ্রেফতার) সিকদার মহিতুল আলম পুলিশ পরিদর্শক (অপারেশনস্), কামরাঙ্গীরচর থানা।
(ধর্ষণ মামলার আসামী গ্রেফতার) গোলাম ফারুক পুলিশ পরিদর্শক (অপারেশনস্),ভাটারা থানা, (অপহরণ মামলার ভিকটিম উদ্ধারসহ আসামী গ্রেফতার) মোসাঃ রেজিনা বেগম পুলিশ পরিদর্শক (নিঃ) উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন বিভাগ, (প্রতারক গ্রেফতার) এস এম শাহজালাল পুলিশ পরিদর্শক (নিঃ), মোবাইল ফিন্যান্স সিকিউরিটি টিম, (হিজবুত তাহরীরের ০১ জন সদস্য গ্রেফতার) মোহাম্মদ জাহাঙ্গীর আলম পুলিশ পরিদর্শক (নিঃ), কাউন্টার টেরোরিজম বিভাগ, (ফেসবুক আইডি হ্যাককারী গ্রেফতার) শেখ সোহেল রানা পুলিশ পরিদর্শক (নিঃ), শুটিং ইনসিডেন্ট ইনভেস্টিগেশন টিম, (নিখোঁজ ভিকটিম উদ্ধার) এসআই(নিঃ) মোঃ ফজলুল করিম কামরাঙ্গীরচর থানা, (হত্যা মামলার আসামী গ্রেফতার) এসআই(নিঃ) দেলোয়ার হোসেন চকবাজার মডেল থানা, (মানব পাচার মামলার ০২ জন আসামী গ্রেফতার) এসআই(নিঃ) মুন্সি আব্দুল লোকমান চকবাজার মডেল থানা, (ছিনতাইকারী গ্রেফতার) এসআই(নিঃ) কৃষ্ণ পদ মজুমদার চকবাজার মডেল থানা।
(শিশু ধর্ষণকারী গ্রেফতার) এসআই(নিঃ) হাসান মাতুব্বর বংশাল থানা, (চোরাই মালামালসহ আসামী গ্রেফতার) এসআই(নিঃ) মোহাম্মদ আশরাফুল হক কামরাঙ্গীরচর থানা, (ধর্ষণ মামলার আসামী গ্রেফতার) এসআই(নিঃ) শেখ মোঃ মোরশেদ আলী কামরাঙ্গীরচর থানা, (চুরি মামলার আসামী ও অপহৃত ভিকটিম উদ্ধার) এসআই(নিঃ) মাহমুদুল হাসান কামরাঙ্গীরচর থানা, (ধর্ষণ মামলার আসামী গ্রেফতার) এসআই(নিঃ) মোঃ ইকবাল হোসেন কদমতলী থানা, (মানব পাচার মামলার আসামী গ্রেফতার) এসআই(নিঃ) মৃগাংক শেখর তালুক ডেমরা থানা, (০৩ জন ডাকাত গ্রেফতার) এসআই (নিঃ) এস এম এনামুল হক পোস্তগোলা পুলিশ ফাঁড়ী, (০৩ জন ছিনতাইকারী গ্রেফতার) এসআই (নিঃ) মোঃ আলাউদ্দিন খান শ্যামপুর থানা, (অপহৃত ভিকটিম উদ্ধারসহ আসামী গ্রেফতার) এসআই(নিঃ) মোঃ আব্দুর রউফ বাহাদুর খিলগাঁও থানা, (আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সদস্য গ্রেফতার) এসআই(নিঃ) মুঃ আশরাফুল আলম পল্টন মডেল থানা, (ছিনতাইকারী গ্রেফতার) এসআই(নিঃ) সনজিৎ কুমার ঘোষ শেরেবাংলানগর থানা, (অপহৃত ভিকটিম উদ্ধারসহ চাঁদাবাজ গ্রেফতার) এসআই(নিঃ) মোঃ মোস্তাফিজুর রহমান তেজগাঁও শিল্পাঞ্জল থানা, (ছিনতাইকারী গ্রেফতার) এসআই(নিঃ) মোঃ আনোয়ার হোসেন আদাবর থানা, (অপহৃত ভিকটিম উদ্ধারসহ গ্রেফতার) এসআই(নিঃ) মোঃ মনির হোসাইন মোহাম্মদপুর থানা।
(চাঁদাবাজ চক্রের ০২ জন সদস্য গ্রেফতার) এসআই(নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম মিরপুর মডেল থানা, (চুরি মামলার আসামী গ্রেফতার) এসআই(নিঃ) মোঃ খোকন মিয়া মিরপুর মডেল থানা, (চুরি মামলার আসামী গ্রেফতার) এসআই(নিঃ) মোঃ মনিরুজ্জামান ভাটারা থানা, (প্রতারক গ্রেফতার) এসআই(নিঃ) মোহাম্মদ মনির হোসেন গুলশান থানা, (ভূয়া এএসপি গ্রেফতার) টি এসআই(নিঃ) এম ফরিদুল আলম ভাটারা থানা, (ছিনতাইকারী গ্রেফতার) এসআই(নিঃ) মোঃ মোস্তাফিজুর রহমান বিমানবন্দর পুলিশ বক্স, (ভিকটিম উদ্ধার) এসআই (নিঃ) মোঃ হাসানুজ্জামান শুটিং ইনসিডেন্ট ইনভেস্টিগেশন টিম, (অপহৃত ভিকটিম উদ্ধারসহ আসামী গ্রেফতার) এসআই (নিঃ) প্রাণ কৃষ্ণ সরকার শুটিং ইনসিডেন্ট ইনভেস্টিগেশন টিম, (হারিয়ে যাওয়া ভিকটিম উদ্ধার করে অভিভাবকের জিম্মায় প্রদান) সার্জেন্ট মানসুর আল হাদী মহাখালী ট্রাফিক জোন, (মোটর সাইকেল আরোহীর দেহ তল্লাশী করে মাদক উদ্ধারসহ গ্রেফতার) শিক্ষানবিশ সার্জেন্ট মোঃ আবু জামান তালুকদার উত্তরা ট্রাফিক জোন, (হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট প্রদান) এএসআই(নিঃ) আসলাম মোল্লা শাহবাগ থানা ও এএসআই(নিঃ) মোঃ আঃ কাদির গুলশান থানা, (০৪ জন মোবাইল ছিনতাইকারী গ্রেফতার) এএসআই(নিঃ) ফয়সাল আহম্মেদ শাহীন গুলশান পুলিশ ফাঁড়ী।
ভিকটিম উদ্ধারে সম্মিলিতভাবে পুরস্কৃত হয়েছেন এএসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ জহিরুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ ফরহাদ হোসেন, এএসআই (নিঃ) মোঃ ইলিয়াস হোসেন সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের শুটিং ইনসিডেন্ট ইনভেস্টিগেশন টিম। (প্রাইভেটকার আটক মাদক উদ্ধার) কনস্টেবল মোঃ শহিদুল ইসলাম খান শাহবাগ ট্রাফিক জোন, (বেপরোয়া গাড়ী চালিয়ে পথচারী আহত করায় বাস আটক) কনস্টেবল শ্রী কার্তিক চন্দ্র ঘোষ রমনা ট্রাফিক জোন, ট্রাফিক দক্ষিণ বিভাগ।
সুত্র : ডিএমপি নিউজ