ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি), ঢাকা রেঞ্জ জনাব হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) এর সভাপতিত্বে অদ্য ২৬/০১/২০২০ খ্রিঃ তারিখ সকাল ১০.৩০ ঘটিকায় ঢাকা রেঞ্জ, সম্মেলন কক্ষে ডিসেম্বর/১৯ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা রেঞ্জ ডিআইজি  এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সভায় মাসিক কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে ২৯ জন অফিসার/ফোর্স ও ০৩ জন চৌকিদারকে পুরস্কৃত করা হয়। ডিসেম্বর/১৯ মাসে মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব রিফাত রহমান শামীম পিপিএম সেবা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার এবং রাজবাড়ী জেলার (সদর) সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব শেখ শরীফ-উজ-জামান’কে রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে পুরস্কার দেয়া হয়।

গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি বৃদ্ধি পাওয়ায় সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদের ধন্যবাদ জ্ঞাপন করেন সভার সভাপতি।

বর্তমানে বিরাজমান স্বাভাবিক আইন-শৃংখলা পরিস্থিতি বজায় রাখতে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য রেঞ্জের সকল পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

সভাপতির সম্মতিক্রমে অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আসাদুজ্জামান, বিপিএম (বার) ঢাকা রেঞ্জ সভার কার্যক্রম পরিচালনা করেন এবং ঢাকা রেঞ্জ অফিসের অতিরিক্ত ডিআইজি (অপস এন্ড ইন্টেলিজেন্স) ও রেঞ্জাধীন ১৩ টি জেলার পুলিশ সুপারসহ ঢাকা রেঞ্জ অফিসের পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

অপরাধ পর্যালোচনা সভা শেষে ঢাকা রেঞ্জের ভূতপূর্ব অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব সালেহ্ মোহাম্মদ তানভীর, পিপিএম ডিআইজি পদে পদোন্নতি ও ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে পদায়ন হওয়ায় তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। একই অনুষ্ঠানে শরীয়তপুর জেলার নবাগত পুলিশ সুপার জনাব এস.এম আশরাফুজ্জামানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। ঢাকা রেঞ্জ মিডিয়া শাখার এসআই মোহাম্মদ রেজাউর রহমান এসবি, ঢাকায় বদলী হওয়ায় তাকেও বিদায় শুভেচ্ছা জানানো হয়।

পুরস্কারপ্রাপ্তদের তালিকা-
০১। জনাব রিফাত রহমান শামীম পিপিএম-সেবা, পুলিশ সুপার, মানিকগঞ্জ, শ্রেষ্ঠ পুলিশ সুপার
০২। জনাব শেখ শরীফ উজ জামান, অতিরিক্ত পুলিশ সুপার, রাজবাড়ী সদর সার্কেল, শ্রেষ্ঠ সার্কেল অফিসার
০৩। জনাব সওগাতুল আলম, অফিসার ইনচার্জ, মাদারীপুর সদর থানা, মাদারীপুর, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ
০৪। জনাব মোহাম্মদ আহসান উল্লাহ, পুলিশ পরিদর্শক(নিঃ), সোনারগাঁ থানা, নারায়ণগঞ্জ, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক
০৫। জনাব মোঃ ওমর শরীফ, পুলিশ পরিদর্শক(নিঃ), ডিবি, রাজবাড়ী, শ্রেষ্ঠ মাদক/চোরাচালন উদ্ধারকারী অফিসার
০৬। এসআই(নিঃ)/ ফেরদৌস আহমেদ ডিবি, রাজবাড়ী, শ্রেষ্ঠ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারকারী অফিসার
০৭। এসআই/ মিজানুর রহমান, ডিএসবি, রাজবাড়ী, শ্রেষ্ঠ ডিএসবি অফিসার
০৮। এসআই(নিঃ)/ মোঃ আব্দুল বাতেন, ডিএসবি, মানিকগঞ্জ জেলা, শ্রেষ্ঠ মিডিয়া অফিসার
০৯। এসআই(নিঃ)/মদন চন্দ্র সাহা পাকুন্দিয়া থানা, কিশোরগঞ্জ, শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার
১০। এসআই/ মোজাফফর হোসেন, বোয়ালমারী থানা, ফরিদপুর, শ্রেষ্ঠ এসআই
১১। এএসআই/ দেওয়ান তৌফিক ইয়ার চৌধুরী, বন্দর থানা, নারায়ণগঞ্জ, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার
১২। এএসআই/ মিজানুর রহমান, রাজৈর থানা, মাদারীপুর, শ্রেষ্ঠ এএসআই
১৩। কং/১৬১৭ আব্দুর রাজ্জাক, ডিবি(উত্তর), টাঙ্গাইল , শ্রেষ্ঠ কনষ্টেবল
১৪। জনাব এ.কে.এম মিজানুল হক, অফিসার ইনচার্জ, কালিগঞ্জ থানা, গাজীপুর, ক্লু-লেস ডাকাতি মামলার রহস্য উদঘাটন
১৫। জনাব মোঃ শফিকুর রহমান, অফিসার ইনচার্জ, ভাঙ্গা থানা, ফরিদপুর, ক্লু-লেস ডাকাতি মামলার রহস্য উদঘাটন
১৬। জনাব আব্দুর রাশিদ, পুলিশ পরিদর্শক (তদন্ত), দক্ষিণ কেরাণীগঞ্জ থানা, ঢাকা, ক্লু-লেস ধর্ষণ করে খুন মামলার রহস্য উদঘাটন
১৭। জনাব মোঃ সাফায়েত হোসেন পলাশ, পুলিশ পরিদর্শক (তদন্ত), মাধবদী থানা, নরসিংদী, ক্লু-লেস খুন মামলার রহস্য উদ্ঘাটন
১৮। জনাব মোঃ আবুল খায়ের মিয়া, পুলিশ পরিদর্শক(নিঃ), সদরপুর থানা, ফরিদপুর, ক্লু-লেস ডাকাতি মামলার রহস্য উদঘাটন
১৯। এসআই(নিঃ)/ মলয় কুমার সাহা , সাভার মডেল থানা, ঢাকা, ক্লু-লেস খুন মামলার রহস্য উদ্ঘাটন
২০। এসআই(নিঃ)/ মোঃ নাজিম উদ্দিন, রূপগঞ্জ থানা, নারায়ণগঞ্জ, ক্লু-লেস চুরি মামলার রহস্য উদঘাটন
২১। এসআই (নিঃ)/মোঃ আনোয়ার হোসেন পিপিএম, সিংগাইর থানা, মানিকগঞ্জ, সরকারী দলিল জালকরণ মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার
২২। এসআই (নিঃ)/মোঃ তানভীর আহমেদ, মাধবদী থানা, নরসিংদী, ক্লু-লেস খুন মামলার রহস্য উদঘাটন
২৩। এসআই(নিঃ)/মোঃ কামরুল হাসান, কিশোরগঞ্জ মডেল থানা, কিশোরগঞ্জ, অপহরণ পূর্বক চাঁদা দাবী মামলার রহস্য উদঘাটন
২৪। এসআই(নিঃ)/ মোঃ আল হেলাল মাহমুদ, কালিহাতী থানা, টাঙ্গাইল, ক্লু-লেস খুন মামলার রহস্য উদঘাটন
২৫। এসআই(নিঃ)/মুহাম্মদ মিজানুর রহমান-১, মির্জাপুর থানা, টাঙ্গাইল, ক্লু-লেস খুন মামলার রহস্য উদঘাটন
২৬। এসআই (নিঃ)/ মোঃ মতিউর রহমান, গোসাইরহাট থানা, শরীয়তপুর, ক্লু-লেস ডাকাতি মামলার রহস্য উদঘাটন
২৭। চৌকিদার/মোঃ জিয়াউর রহমান , গুনবহা ইউনিয়ন, বোয়ালমারী থানা, ফরিদপুর, শ্রেষ্ঠ গ্রাম পুলিশ
২৮। চৌকিদার/ কামরুল হাসান , চন্ডিপাশা ইউনিয়ন, পাকুন্দিয়া থানা, কিশোরগঞ্জ, ২য় শ্রেষ্ঠ গ্রাম পুলিশ
২৯। চৌকিদার/মোঃ সাইদুল দেওয়ান , দক্ষিণ রমজানপুর ইউনিয়ন,কালকিনি থানা, মাদারীপুর, ৩য় শ্রেষ্ঠ গ্রাম পুলিশ।

পরে সভায় আর কারো ব্যক্তব্য না থাকায় সকলকে ধন্যবাদ জানিয়ে ও মুজিববর্ষের অঙ্গিরার, পুলিশ হবে জনতার “উক্ত শ্লোগান কে বাস্তবে প্রমান করতে ঢাকা রেজ্ঞের সকল পুলিশ সুপারদের আন্তরিক ভাবে পেশাগত দায়িত্ব পালন করার আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘটান রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)  ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন