তদবীরে নয় পদন্নোতি হবে যোগ্যতায় : সাতক্ষীরার এসপি কাজী মনিরুজ্জামান

দ্বারা zime
০ মন্তব্য 376 দর্শন

 

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম বলেছেন,কোন রকম তদবীর বা টাকা পয়সায় কনস্টেবল দের পদন্নোতি হবেনা, পদন্নোতি হবে মেধা,দক্ষতা এবং যোগ্যতায়।পুলিশ সুপার আরো বলেন,তদবীর করলে তার মোটে পদন্নোতি হবেনা।

মঙ্গলবার সকালে  সাতক্ষীরা পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৩ এর কনস্টবল হতে নায়েক/এটিএসআই,নায়েক হতে এএসআই(সঃ) এবং এটিএসআই হতে টিএসআই পদে পদোন্নতির লক্ষ্যে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার-২০২৩ এর পরীক্ষার্থীদের ‘প্রদর্শনী পুলিশ ক্যাম্প’ পরিদর্শন শেষে এসব কথা বলেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম।

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম এঁর সভাপতিত্বে  বিভাগীয় পদোন্নতি পরীক্ষা বোর্ডের  সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি),যশোর মোঃ ফিরোজ কবির,ও সাতক্ষীরা পুলিশ লাইন্সের ইন্সপেক্টর  সোহরাব হোসেন প্রমুখ।বিভাগীয় পদন্নোতি পরীক্ষা শেষে পদন্নোতি প্রত্যাশী কনস্টেবল রা বলেন, শতভাগ স্বচ্ছতার সহিত আজকের পদন্নোতি পরীক্ষা হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন