বছরের শুরুতেই তালা উপজেলায় পরিবেশ বিপর্যয় ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করে চলেছেন উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন। এরই ধারাবাহিকতায় ১লা জানুয়ারী বুধবার দুপুর দুইটায় সাতক্ষীরা খুলনা মহাসড়কের পাশে শুভাশনি নামক স্থানে অবৈধ ভাবে বালু উত্তলনের অভিযোগে দুই জনকে আটক করেন উপজেলা নির্বাহী অফিসার। পরবর্তিতে তেতুলিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামকে দুই লক্ষ পাঁচ হাজার এবং তার সাথে থাকা আর এক বালি উত্তলনকারিকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড করা হয়।এই ঘটনার পর একই এলাকায় সাতক্ষীরা খুলনা মহাসড়কের মদন পুর নামক স্থানে সিদ্দিক মোড়লের মৎস ঘের থেকে আরও একটি অবৈধ ভাবে বালু উত্তলনের অভিযোগ পাওয়া যায়। তিনি এ সময় তার সাথে থাকা গ্রাম পুলিশদের বালি উত্তলনের সাথে জড়িত ব্যক্তিদের আটকের নির্দেশ দেন।গ্রাম পুলিশের দল ঘটনা স্থলে পৌছালে আনোয়ার আজাদ সহ কিছু অসাধু লোকজন নিজেদের এক বড় পুলিশ করমকর্তার আত্বীয় পরিচয় দিয়ে আইনি কাজ বাধা প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার সে সময় পুলিশ কর্মকর্তার আত্বীয় পরিচয় দানকারীদের তাদের কার্যালয়ে যেতে বলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন