সাতক্ষীরা তালায় কবি সিকান্দার আবু জাফর এর জন্মশতবার্ষিকী উপলক্ষে সিকান্দার মেলা ২০১৯ উদ্ধোধন করা হয়েছে।সোমবার বিকালে তেঁতুলিয়া সবুজ শিক্ষা নিকেতন বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্ধোধন করেন,খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হেকিম মিয়া। সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমার,প্রাক্তন প্রতিমন্ত্রী কবি পরিবারের সদস্য সৈয়দ দিদার বখত,সাবেক যুগ্মসচীব শেখ সাফি আহম্মেদ,সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক অনিন্দিতা রায়,্উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীণ। এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলার আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচীব মুশফিকুর রহমান মিল্টন। মেলাটির সমাপনি হবে আগামী ২৮ মার্চ বিকাল ৪টায়। উল্লেখ্য,সিকান্দার আবু জাফর ছিলেন দেশ বরেণ্য একজন কবি,গীতিকার,নাট্যকার,কথাসাহিত্যিক,অনুবাদক ও সাংবাদিক ছিলেন।তিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলার ঁেততুলিয়া গ্রামে জন্মগ্রহন করেন। তিনি বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন। তার পরিবারের পক্ষ থেকে ২০০১ সাল থেকে তেঁতুলিয়ায় মেলার আয়োজন করেন। পরে ২০১৭ সাল হতে সরকারী ভাবে পালন করে আসছে। সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি তালা উপজেলা প্রশাসন ও সিকান্দার পরিবারের সমন্বিত উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন