
সিটিজেন জার্নালিস্ট, সাতক্ষীরা: তালায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ (২৪ নভেম্বর ২০১৮ হতে ২৯ নভেম্বর ২০১৮ তাং পর্যন্ত) উপলক্ষ্যে তালা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত এ্যাডভোকেসি সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জনাব মো:আমিনুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা সম্পর্কিত গুরুত্বপুর্ণ ব্যক্তব্য প্রদান করেন তালা উপজেলার নির্বাহী অফিসার জনাব সাজিয়া আফরিন।এ্যাডভোকেসি সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা স্বাস্থ্য কমপ্লেক্সের UH & FFO ডা:কুদরত-ই খোদা,মেডিকেল অফিসার MOMCH-FP ডা:মো:আবুল বাসার,তালা উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের UFPA জেসমিন সুলতানা,UFPA রমেশ চন্দ্র সহ সকল কর্মচারী বৃন্দ।সভা শেষে তালা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মো:আমিনুল ইসলাম সাংবাদিকদের কে বলেন প্রতি বৎসরের ন্যায় এ বৎসরও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ডেপুটি ডাইরেক্টর জনাব রওশন আরা জামান(১৮বিসিএস)মহোদয়ের সার্বিক তত্বাবধানে তালা সহ জেলার ৭টি উপজেলায় এক যোগে মা-শিশু,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হবে।তিনি আরো জানান,২৪-২৯ নভেম্বর ২০১৮ পর্যন্ত তালা উপজেলার প্রত্যেকটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র সহ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে নন-স্টপ সেবা প্রদান করা হবে।
