♣♣♣♣
সাতক্ষীরার তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে তালা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন।
তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের খুলনা বিভাগীয় উপ-পরিচালক মোঃ আবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, তালা থানা অফিসার ইনচার্জ মোঃ মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজা, তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ মফিজ উদ্দীন।
সভায় বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক, দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় সুধীমহল উপস্থিত ছিলেন।
সভা শেষে দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে তালা উপজেলার পাটকেলঘাটা হাইস্কুলে সততা স্টোরের উদ্বোধন করা হয়।