সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ৩০ জন কর্মকর্তা নিয়ে খুলনা আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (আরপিএটিসি) সপ্তাহব্যাপী সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে। আজ (বৃহস্পতিবার) এই কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, এসডিজি বাস্তবায়নে সরকারকে সার্বিক সহযোগিতা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য প্রত্যেককে কাজ কর্মে স্বচ্ছ থাকতে হবে, সততার সাথে কাজ করতে হবে ও আইন মেনে কর্ম জীবনে সৎ থেকে কাজ করতে হবে। ভবিষ্যত প্রজন্মের কথা মাথায় রেখে এবং উন্নত দেশ গড়ার জন্য সকল ধরনের অপচয় বন্ধ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরপিএটিসি, খুলনার উপপরিচালক (উপসচিব) মোঃ তবিবুর রহমান। এসময় প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন সড়ক বিভাগের সচিবের ব্যক্তিগত কর্মকর্তা মোঃ মোজাহার উল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোর্সটির সমন্বয়ক (উপপরিচালক) মোঃ মঈন উদ্দিন।