ইয়ারব হোসেন: জেলা প্রশাসনের স্টাফ সভা সোমবার সকাল দশটায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।তিনি বলেন দূনীতি রোধে সকলকে শক্ত অবস্থানে থাকতে হবে।কাজের গতি বাড়াতে হবে। সাধারণ মানুষ কোন ভাবেই হয়রানি না হয় সে দিকে নজর রাখতে হবে।এ সময় জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল আনুষ্ঠানিক ভাবে নতুন অফিসে কার্যক্রম শুরু করেন। এ সময় জেলা প্রশাসকের স্টাফ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ পরিচালক হুসাইন শওকত, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান , দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশিস চৌধুরি ,কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজান্মেল হক রাসেল, আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, সহকারী কমিশনার সিফাত উদ্দিন, রবিউল ইসলাম, আক্তার হোসেন, আমিনুল ইসলাম, সজল মোল্লা, দেওয়ান আকরামুজ্জান হক, মিথল বনিক , ইন্দ্রজিত সাহা ,উন্মে মুসলিমা , নূরুল আমিন ও জুবায়ের হোসেন।