
সিটিজেন জার্নালিস্টঃ
দেবহাটায় ডলার কাপের শুভ উদ্বোধন করেন, জেলা আ’লীগের কিংবদন্তী সভাপতি, সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তি যোদ্ধা জননেতা আল হাজ্জ মুনসুর আহম্মেদ।
শহীদ আবু রায়হান স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট রবিবার বিকাল ৪ ঘটিকায় দেবহাটার প্রানকেন্দ্র দঃ পারুলিয়া স্পোটিং ক্লাব মাঠে প্রতি বছরের ন্যায় শহীদ আবু রায়হান স্মৃতি ৮দলীয় ফুটবল টুর্নামেন্ট ডলার কাপের শুভ উদ্বোধন করেন উক্ত খেলার প্রধান অতিথি সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা মুনসুর আহম্মেদ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দঃ পারুলিয়া স্পোটিং ক্লাবের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিন্নুর। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানা অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন, ২নং পারুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা।
আরও উপস্থিত ছিলেন সাবেক পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওহিদুল ইসলাম, মিতালী সংঘের সভাপতি সাইফুল ইসলাম। সাতক্ষীরা-১ যশোর-৪ গোলে বিজয়ী হন। খেলাটির সার্বিক সহযোগীতায় তৈবুর হোসেন এবং আয়োজনে দঃ পারুলিয়া স্পোটিং ক্লাব।
