“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ”- প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক বছরের শুরুতে কোমলমতি ছাত্র-ছাত্রীদের হাতে বিনামূল্যে বই পৌঁছে দেওয়ার অঙ্গীকার বাস্তবায়নের লক্ষে দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নের কিন্ডার গার্ডেন,প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিক বিদ্যালয়,এবতেদায়ী মাদ্রাসা,স্বতন্ত্র ও দাখিল মাদ্রাসা মিলিয়ে মোট ৯৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে ২ লক্ষাধিক নতুন বই। মঙ্গলবার উপজেলার এসব শিক্ষা প্রতিষ্ঠানে সরকারী নির্দেশনানুযী উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত ‘বই বিতরণ উৎসব’র মধ্য দিয়ে স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে নূতন বছরের বই তুলে দেয়া হয়। সকাল ১০ টায় দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নূতন বই তুলে দিয়ে বই বিতরণ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গণি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রণব কুমার মল্লিক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দাশ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক আব্দুল আজিজ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন