কে এম রেজাউল করিম:দেবহাটার গাজীর হাটের দেবীশহরে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে ডা. আ.ফ.ম রুহুল হক এমপি বলেছেন বর্তমান সরকারের আমলে খেলাধুলার অনেক উন্নতি হয়েছে। এ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অনুপ্রেরণায় দেশের খেলোয়াড়রা আজ দেশ বিদেশে খেলা করে দেশের সুনাম অর্জন করে চলেছে। আর এসব উন্নয়নের দাবিদার জননেত্রী শেখ হাসিনা। আজ খেলার মাধ্যমে সারা বিশ্ব বাংলাদেশকে ভাল করে চিনতে পারছে। তিনি একজন ক্রীড়া প্রেমী মানুষ। যারা খেলা ধূলায় ব্যস্ত থাকলে মন ও শরীর উভয়ই ভাল থাকে। খেলোয়াড়রা কখনো মাদক বা জঙ্গি সংগঠনের সাথে জড়িত হওয়ার সুযোগ পাই না। এসব কথা ভেবে সরকার আজ স্কুল পর্যায়ে বঙ্গবন্ধু- বঙ্গমাতা খেলা চালু সহ বিভিন্ন পর্যায়ের খেলা-ধুলার মান উন্নয়ন করে চলেছেন। তাই সুন্দর সমাজ গড়তে খেলা-ধঘূলার কোন বিকল্প নেই। এসময় তিনি আরো বলেন আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে সহযোগীতা করুন।
শুক্রবার বিকাল ৪টায় দেবীশহর ফুটবল মাঠে গাজীরহাট প্রগতি সংঘোর আয়োজনে ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনীয় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, শ্রমিকলীগের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। খেলায় দেবহাটা ফুটবল একাদশ ও দক্ষিণ পারুলিয়া ফুটবল একাদশ অংশগ্রহণ করে টাইব্রেকারে দেবহাটাফুটবল একাদশ জয়লাভ করে।