দেশের স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন : পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 231 দর্শন

 

সাতক্ষীরার কথা আজীবন আমার মনে থাকবে। চাকুরি জীবনের সব চেয়ে বেশি সময় সাতক্ষীরায় কাটিয়েছি। সাতক্ষীরার মানুষের জন্য কাজ করেছি।

পুলিশকে জনগনের বন্ধু হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছি। সাতক্ষীরার মানুষ অত্যন্ত ভালো। কিছু দুষ্ট মানুষ রয়েছে। যারা ভালো তাদের সহযোগিতা করেছি। পক্ষ্যান্তরে যারা দুষ্টু তাদের শাস্তি দিয়েছি।


রোববার রাতে সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন, সাতক্ষীরার বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার।

তিনি আরো বলেন, দেশের স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। আমি চেষ্টা করেছিলাম সাতক্ষীরার সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার। সাংবাদিকরা ঐক্যবদ্ধ না থাকলে দুর্নীতিবাজরা সুযোগ পেয়ে যাবে। তিনি সাতক্ষীরার সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী।

সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জলের পরিচালনায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) সজীব খান,এডিশনাল এসপি  ক্রাইম এবং অপারেশন কনক কুমার দাশ প্রমুখ।

এসময়। বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি , সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক সমকালের  এম কামরুজ্জামান,বিটিভির  মোজাফফর রহমান, বীর মুক্তিযোদ্ধা কালিদাশ রায়, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, প্রেসক্লাবের অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, নির্বাহী সদস্য আব্দুল গফুর সরকার, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, বাংলাদেশ প্রতিদিনের মনিরুল ইসলাম মনি, এস এম রেজাউল ইসলাম, যমুনা টিভির এসএম আকরামুল ইসলাম প্রমুখ।


এসময় সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট, প্রীতি উপহার ও ফুলেল শুভেচ্ছা প্রদানের মাধ্যমে সংবর্ধনা জানানো হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন