মাহফিজুল ইসলাম আককাজ: হাটি হাটি পা পা করে সাতক্ষীরা থেকে সর্বাধীক বহুল প্রচারিত দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আনন্দঘন পরিবেশে মঙ্গলবার (৩০ জুলাই) পলাশপোলস্থ সুপ্রভাত কার্যালয়ে বেলা ১১টায় কেক কাটা, মিষ্টিমুখ, শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান আগত অতিথি ও শুভানুধ্যায়ীদের বরণ করে নেন। এসময় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, কমিউনিস্ট পার্টি, বাসদসহ সর্বস্তরের রাজনীতিবিদ, শিক্ষাবিদ, শীর্ষ ব্যবসায়ী, সংস্কৃতিসেবী, গণমাধ্যম ব্যক্তিত্ব, বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার প্রতিনিধি, হকার, এজেন্টসহ সমাজের সর্বস্তরের মানুষের মিলনমেলায় পরিণত হয়। দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার সম্পাদক এ.কে.এম আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘ হাটি হাটি পা পা করে সর্বাধীক বহুল প্রচারিত দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পাঠকের হ্নদয়ে জায়গা করে নিয়েছে। সমাজের বিবেক ও দর্পণ হচ্ছে সাংবাদিকরা। দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা সমাজের নিপিড়িত, নির্যাতিত, মানুষের পাশে বন্ধুর মত দাড়িয়ে সব সময় সত্য ও ন্যায়ের পথে কাজ করে যাচ্ছে। সকল অন্যায় ,অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে হলুদ সাংবাদিকতা রুখে দিয়ে দেশের কল্যাণে কাজ করে যেতে হবে।’ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান বলেন, ‘আজ দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা প্রতিষ্ঠা দিবস। এ দীর্ঘ সময়ে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা তার আদর্শ থেকে কখনো বিচ্যুত হয়নি। যদিবা কিছু ত্রুটি-বিচ্যুতি থেকে থাকে, তারপরও অকপটে বলা যায় যে, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা তার অভীষ্ট লক্ষ্যপথে চলার চেষ্টা অব্যাহত রেখেছে। এ চেষ্টা আগামী দিনেও অব্যাহত থাকবে। প্রতিষ্ঠার ১ম বছর পূর্তিতে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা সম্পাদক, প্রতিবেদকসহ সব কলাকুশলীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।’
প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মো. মহসিন হোসেন বাবলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, অধ্যাপক আব্দুল হামিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎ¯œা আরা, জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক, সাংবাদিক মনিরুল ইসলাম মনি প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার সহ-সম্পাদক আহসানুর রহমান রাজিব, চীফ রিপোর্টার মো. শাহ আলম, ,পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, কাজী আক্তার হোসেন, শেখ সফি উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সবিচ শেখ মুসফিকুর রহমান মিল্টন প্রমুখ। সকাল থেকেই শুভেচ্ছা জানাতে শহরের পলাশপোলস্থ অনুষ্ঠানস্থলে আসেন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’র সহযোগি সম্পাদক মো. শামীম পারভেজ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন