আকরামুল ইসলাম: করোনাকে পূজি করে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধে মাঠে নেমেছে সাতক্ষীরা জেলা প্রশাসন। এক যোগে জেলার সাতটি উপজেলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হচ্ছে। শনিবার জেলাব্যাপী অভিযান চালিয়ে ৩৫ ব্যবসায়ীকে ৪ লাখ ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে প্রশাসনের অভিযানের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার স্বজল মোল্লা। বোর্ডের পণ্যের মূল্য তালিকা না থাকায় পাইকারি ব্যবসায়ী মেসার্স মিনহাজুল ভান্ডারের সত্ত্বাধিকারী মনিরুজ্জামান লাল্টুকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের সহকারি কমিশনার স্বজল মোল্লা বলেন, করোনাকে পুজি করে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধে অভিযান চলছে। এটি চলমান থাকবে।
বড় বাজারের পাইকারি ব্যবসায়ী মেসার্স মিনহাজুল ভান্ডারের সত্ত্বাধিকারী মনিরুজ্জামান লাল্টু বলেন, পাইকারি বাজারে প্রতি কেজি পেয়াজ বিক্রি হচ্ছে ৩৮ টাকা, রসুন ৬৫-৭০ টাকা, আলু ১৭-১৮ টাকা। প্রশাসনের অভিযানের পর থেকে প্রত্যেক জিনিসের দাম ১০-১৫ টাকা কমে গেছে।
এদিকে, জেলা প্রশাসনের সহকারি কমিশনার মো. আজাহার আলী জানান, শনিবার জেলা ব্যাপী অভিযান চালিয়ে দ্রব্যমূল্যের দাম বেশী রাখায় ৩৫ ব্যবসায়ীকে ৪ লাখ ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশে জেলাব্যাপী একযোগে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধে অভিযান চলছে।