
সাতক্ষীরা-২(সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান গণমানুষের নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ বলেছেন, সাতক্ষীরা-২আসনের উন্নয়ন ত্বরান্বিত করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। এজন্য এলাকাবাসীর সহযোগিতা চাই। মঙ্গলবার (২৭ জানুয়ারী) সকালে সাতক্ষীরা সদর উপজেলার কদমতলা বাজারসহ রাস্তার দু’ধারের সড়কে পথচারী ও ব্যবসা প্রতিষ্ঠানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের সদর নির্বাচনী এলাকায় ধানের শীষ বিজয়ের লক্ষ্যে গণসংযোগকালে এলাকাবাসীর কাছে ভোট প্রার্থনা করেন এবং সাথে কুশল বিনিময়কালে সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ এসব কথা বলেন।
তিনি বলেন, আমাকে দোয়া ও ভালোবাসায় ধানের শীষে ভোট দিয়ে সহযোগিতা করুন, আমি আপনাদের সেবক হয়ে কাজ করবো। গণসংযোগের একাধিক অনুষ্ঠানে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমি এমপি নির্বাচিত হলে আগে নাগরিকদের অধিকার সুনিশ্চিত করবো, স্বাস্থ্য, শিক্ষা, কৃষির উপর এবং এলাকার মানুষের কল্যাণের প্রতি নজর দিতে দেবো। কৃষকদের বন্ধু উল্লেখ করে আলহাজ্ব মো. আব্দুর রউফ বলেন, কৃষকরা হচ্ছে আমাদের প্রাণ। তাদেরকে সহযোগিতা করতে আমি বদ্ধপরিকর। আমার নির্বাচনী এলাকায় কোনো ধরনের শঙ্কা নেই, শান্তিপূর্ণভাবে গণসংযোগ অব্যাহত রাখছি। এমপি নির্বাচিত হলে সাতক্ষীরা সদর ও দেবহাটার উন্নয়নে ব্যাপক পরিকল্পনার কথা জানান তিনি। বিএনপি’র এই শীর্ষ নেতা বলেন, প্রতিটি সমাজ থেকে মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস, অস্ত্রবাজদের প্রতিহত করবো। একটি মডেল সাতক্ষীরা-২আসন উপহার দেবো বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানকে।”
গণসংযোগকালে উপস্থিত ছিলেন কদমতলা বাজার কমিটির সভাপতি মো. আইয়ুব আলী, জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম বুলবুল, সদর থানা জাসাসের সহ-সভাপতি রইসুল হক টুকু, লাবসা ইউনিয়ন বিএনপি নেতা মীর মামুন হাসান, আব্দুর রহমান বাবু, শেখ নিজামুল হক শিমুল, মো. আশরাফুজ্জামান, সাহেদ আহমেদ সুমিত, সদর থানা তাঁতীদলের আহবায়ক আবু তুহিন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান ও রেজাউল ইসলামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এসময় সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীরা বলেন, তারেক রহমান দেশে ফেরার পর থেকে বিএনপির ধানের গণজোয়ার সৃষ্টি হয়েছে। সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা, গণসংযোগ ও পথসভায় নারী-পুরুষের ঢল জনসমূদ্রে রুপ নিচ্ছে। ধানের শীষের গণজোয়ারে বিজয় নিশ্চিত হবে বলে মনে করছেন সাধারণ ভোটার ও সচেতন মহল।
