নক্ষত্র পুরুষ – ড.এস, এম, মনির-উজ-জামান

দ্বারা zime
০ মন্তব্য 225 দর্শন

 

নক্ষত্র পুরুষ
ড.এস, এম, মনির-উজ-জামান।

আলোকিত মানুষ তার পদচিহ্ন রেখে যায়-
শহরে ,নগর, বন্দর জনপদে
রেখে যায় তার আকাশ ছোঁয়া কীর্তি
কোটি মানুষের অন্তরে-
অসীম ভালোবাসায় বিভাসিত সে মিনতি
সমর্পিত হয় ক্ষুধা- ক্লিষ্ট , ছিন্ন মূল মানুষের দ্বারে।

সৌরভ ছড়ায় তার ফুলে ফুলে
ফসলের মাঠে মাঠে
সবুজে শ্যামলে
পদচিহ্ন তার অলংকৃত হয় শিল্পির চিত্রপটে।
চলে যাওয়া পথের বাঁকে বাঁকে।

নিশীথ রাতে, বানভাসি মানুষের পাশে
ছুটে গেছ তুমি অকৃত্ৰিম বন্ধুবেশে।
বাড়িয়ে দিয়েছ তাদের তরে তোমার দরদী হাত
কোনদিন তারা ভুলবে না সেই গহীন বিজন
কালো রাত।

দিয়েছ যেমন উদার হাতে-
সকলি তোমার বিলায়ে।
আবাল-বৃদ্ধ-বনিতার ভালোবাসাতে-
হয়েছ সিক্ত। তেমনি তার বিনিময়ে।

প্রশান্তির শীতল ছোঁয়া রেখে যায় অনাদৃত পর্ণকূটিরে
সুবাসিত সে কোমল পরশ দীপ্র হয়
অশ্রুত বেদনার অশান্ত নীড়ে।
ভালোবাসার অনঙ্গ সেতুতে হৃদয়ের সাথে হৃদয়ের
মমত্ববোধের হয় বিনিময়।

তার এই ছুটে চলা, তার এই ক্লান্তবিহীন বিচরন-
জাগায় আশাহীন মনে আশার শিহরন।
হে জ্যোতির্ময়ী পুরুষ চাঁদের জোছনার মতো অবারিত হোক
তোমার কর্মমুখর স্বর্ণাভ দিগন্ত, দেখুক বিশ্বলোক।

SDF এর চেয়ারম্যান, এক্স সিনিয়র সচিব, বন্ধু সামাদ ফারুক কে নিয়ে আমার এই সামান্য প্রয়াস। কর্মজীবনে সুদীর্ঘ সময় একই সাথে পর পর তিনটি ষ্টেশনে কাজ করেছি। এক কথায় অসম্ভব বন্ধুবাৎসল একজন দরদী মানুষ।আকাশ ছোঁয়া তার দেশাত্মবোধ। একজন নিপাট ভদ্রলোক। আমার দৃষ্টিতে তিনি এক নক্ষত্র পুরুষ।

লেখক : সাবেক সফল পুলিশ সুপার সাতক্ষীরা, সাবেক সফল খুলনা রেজ্ঞ ডিআইজি ড.এস, এম, মনির-উজ-জামান।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন