“চাকরি নয়, সেবা” আসন্ন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২১ খ্রি. উপলক্ষে পুলিশ লাইন্স, সাতক্ষীরা ব্রিফিং প্যারেড ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।


গতকাল ০৬/অক্টোবর ২০২১ তারিখ খ্রিঃ বাংলাদেশ পুলিশের সম্পুর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নতুন নিয়মে র্পুলিশ কনস্টেবল নিয়োগ-২০২১ উপলক্ষে সাতক্ষীরা জেলার পুলিশ লাইন্সে ব্রিফিং প্যারেড ও মহড়া অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার  মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।

পুলিশ সুপার ব্রিফিং প্যারেডে  বলেন সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন করা হবে।

ব্রিফিং প্যারেড শেষে পুলিশ সুপার  বোর্ড সংশ্লিষ্ট সবাইকে নিয়ে প্রস্তুতি পর্বের সর্বশেষ অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন।

উক্ত ব্রিফিং-এ উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন)  মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার কালিগজ্ঞ সার্কেল  মোঃ মোহাইমেনুর রশিদ পিপিএম (সেবা),অতিরিক্ত পুলিশ সুপার (সদর)   মোঃ ইকবাল হোসেন, বিশেষ শাখার ডিআই-১ মিজানুর রহমান,সাতক্ষীরা থানার ওসি দেলোযার হুসেন,টিআই কামরুজ্জামান বকুল,

ডিবির ওসি ইয়াছিন আলম চৌধুরী, সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) মাছুম খান,ট্রাফিক ইন্সপেক্টর হাসান মল্লিক, ইন্সপেক্টর (তদন্ত) বাবুল আক্তার,ইন্সপেক্টর (ইন্টেলিজেন্স) আজিজুর রহমান,  সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন