নতুন সাতটি পুলিশি থানার অনুমোদন দিয়েছে সরকার। সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, নতুন সাতটি পুলিশি থানার অনুমোদন দিয়েছে সরকার। এগুলো হলো- চুয়াডাঙ্গার দর্শনা, ঠাকুরগাঁও সদরে ভুল্লী, নোয়াখালীর ভাষানচর, চট্টগ্রামের রাঙ্গুনিয়ার দক্ষিণ রাঙ্গুনিয়া, কক্সবাজার সদরে ঈদগাঁ এবং পদ্মা নদীর ওপর নির্মিত সেতুর এপার এবং ওপারে (উত্তর ও দক্ষিণ) দুই থানা।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সিলেট জেলার বিশ্বনাথে পৌরসভা গঠনের অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া ফরিদপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠার প্রস্তাব শর্তসাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে নিকার।

শফিউল আলম জানান, নীতিগত সিদ্ধান্ত হলো বিভাগীয় সদর দফতরই হবে সিটি করপোরেশন। ফরিদপুর এখনও বিভাগীয় শহর হয়নি। যখন বিভাগীয় শহর হবে তখন থেকেই ফরিদপুর সিটি করপোরেশন কার্যকর হবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন