সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাতক্ষীরা জেলা আ’লীগের অন্যতম সিনিয়র সহ-সভাপতি মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে সাতক্ষীরা জেলার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান কে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
গতকাল সকালে পুলিশ সুপারের কার্যালয়ে যান সাতক্ষীরা সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রথমে পুলিশ সুপার কে ফুলেল শুভেচ্ছা ও পরে বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতীক জাতীয় পতাকা সম্বলিত ক্রেস্ট দিয়ে পুলিশ সুপার কে স্বাগতম জানান এমপি রবি।
শুভেচ্ছো জ্ঞাপনকালে সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) কনক কুমার দাস সহ দলীয় নেতৃবৃন্দ।
– প্রেস বিঞ্জপ্তি।