♣♣♣♣
ঢাকা সহ সারাদেশে ট্রাফিক সপ্তাহ শুরু হয়েছে। আগামী ১১ আগস্ট পর্যন্ত যানবাহনের নিবন্ধন, লাইসেন্স, ফিটনেস, ইনস্যুরেন্সসহ নানা কাগজপত্র ও এসবের মেয়াদ যাচাই-বাছাইয়ের বিশেষ অভিযান পরিচালনা করবে পুলিশ।

রোববার (৫ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ শহরের প্রধান সড়কে ট্রাফিক সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন,গোপালগজ্ঞ জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ আসলাম খান।এসময় গোপালগজ্ঞের জেলা প্রশাসক জেলা মোহাম্মদ মোখলেসুর রহমান উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক ট্রাফিক সপ্তাহের মাধ্যমে সবাইকে রাস্তায় চলাচলে সচেতন হওয়ার আহ্বান জানান।

ট্রাফিক সপ্তাহের অনুষ্ঠানে গোপালগজ্ঞ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, জেলা তথ্য অফিসার মোঃ হাসিবুল হাসান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তাসবিরুল হুদা বাবু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, গোপালগঞ্জ এলজিইডি বিভাগের সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ আক্তারুজ্জামান, গোপালগঞ্জ সড়ক ও জনপথের উপ-সহকারী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম হাওলাদার, বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ, প্রফেসর মোঃ মতিয়ার রহমান, সহযোগী অধ্যাপক মোঃ শাহ আলম, শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শংকর কুমার হীরা, হাজী লালমিয়া সিটি বিশ্ববিদালয় কলেজের উপাধ্যক্ষ সত্যেন্দ্রনাথ মন্ডল, টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, থানাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ দাউদ শেখ উপস্থিত ছিলেন।

এসময় গোপালগজ্ঞ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মাদ ছানোয়ার হোসেন বলেন, রাস্তায় চালক, যাত্রী, পথচারী সবাইকেই আইন মেনে চলতে হবে। তা না হলে সড়ক দুর্ঘটনা কোনোভাবেই কমানো যাবে না। প্রধানত চালকদের ট্রাফিক সংক্রান্ত জ্ঞান, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, এনফোর্সমেন্টের অভাব এই চারটি কারণে সড়ক-মহাসড়কে যানজট ও ট্রাফিক অব্যবস্থাপনা দেখা যায়। আমরা স্কাউট ও পুলিশ সদস্যদের ট্রাফিক সপ্তাহ চলাকালে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও যানবাহনের কাগজপত্র যাচাইকালে পথচারী ও চালকদের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য অলরেডি বলে দিয়েছি।

উল্লেখ্য, গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহন লিমিটেডের একটি বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হয়। ওই ঘটনার প্রতিবাদে সেদিন থেকেই শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করে আসছে। এছাড়াও রাজধানীর বিভিন্ন সড়কে পুলিশকে হটিয়ে শিক্ষার্থীরা গাড়ির কাগজপত্র যাচাই ও ট্রাফিক ব্যবস্থাপনার কাজ শুরু করে।এর প্রেক্ষিতে শনিবার এক সংবাদ সম্মেলনে ট্রাফিক সপ্তাহের ঘোষণা দেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

অনুষ্ঠানে গোপালগজ্ঞ সদর থানার অফিসার ইনচার্জ জনাব মনিরুল ইসলাম বলেন, রবিবার (৫ আগস্ট) থেকে ৭ দিন সারা দেশে ট্রাফিক সপ্তাহ ঘোষণা করা হয়েছে। পুলিশ সদস্যরা যানবাহনের বৈধতা, মেয়াদ, ফিটনেস, চালকের লাইসেন্স যাচাই-বাছাই করবেন। এই কার্যক্রমে আগের মতো স্কাউট এবং গার্লস গাইডরা সহযোগিতা করবেন। শিক্ষার্থীরা চাইলে এই কার্যক্রমে সহযোগিতা করতে পারে। ট্রাফিক পুলিশ সপ্তাহে প্রভাবশালীদের আইন না মানার অপচেষ্টা বন্ধ ও সাধারণ জনগণকে রাস্তা পারাপারের জন্য ফুট ওভারব্রিজ ব্যবহারে উদ্বুদ্ধ করা হবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন