♣♣♣♣
হাজার বৎসরের শ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৩ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৮ উপলক্ষে নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, শোক-র‌্যালি, আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শোক র্্যালিতে ও আলোচনা সভায় অংশগ্রহন করেন নড়াইল জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী ও পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসিম উদ্দিন, (পিপিএম)।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম, (পিপিএম), সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মেহেদী হাসান, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন, সহকারি পুলিশ সুপার (প্র.বি.) মোঃ ইশতিয়াক আহম্মেদ, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৩ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৮ উপলক্ষে জেলা পুলিশ, নড়াইল এর আয়োজনে পুলিশ লাইন্স, নড়াইলের হল রুমে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় এবং অসহায় ও দুঃস্থ্য মানুষদের মাঝে খিচুড়ি বিতরন করা হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন