♣♣♣♣
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সাতক্ষীরার শ্যামনগরে আদিবাসী দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ আশেক-ই-এলাহী।
আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান দোলন, বিডিনিউজের সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহিদুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এবিএম নাজমুল হক প্রমুখ। প্রারম্ভিক বক্তব্য রাখেন আদিবাসী সংগঠনের নেতা তারাপদ মুন্ডা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রিলিফ ইন্টারন্যাশনালের সিনিয়র প্রোগ্রাম অফিসার দীপংকর সাহা দিপু।
উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আমিনা বিলকিস ময়না, নকশী কাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, সাবেক ছাত্রনেতা সুশান্ত বিশ্বাস বাবুলাল, সুন্দরবন গবেষক পিযুষ বাউলিয়া পিন্টু, সাংবাদিক আবু সাঈদ প্রমুখ।
ভূমি কমিশন আইন প্রণয়ন, সমতলের জন্য ভূমি কমিশন গঠন, যথাযোগ্য মর্যাদায় সমতলের জন্য আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে উদযাপন, আদিবাসী অধিকার আইন প্রণয়ন ও আইএলও কনভেনশন ১০৭ ও ১৬৯ বাস্তবায়নের জন্য আলোচনা সভা থেকে দাবি তোলা হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন