মীর আবু বকর: সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতি: জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বদিউজ্জামান।এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুর্শিদা খাতুন, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হোসেন, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন, এনজিও সংগঠক মাধব দত্ত, সাংবাদিক আমিনা বিলকিস ময়না।

সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাজে পুরুস্কার বিতরন করেন। এছাড়া সাতক্ষীরায় মুক্তামনির মা আসমা খাতুন কে স্বপ্ন জয়ী মা সম্মাননা ২০১৯ ঘোষনা করেন। এর পূর্বে সকাল ৯টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমীতে শেষ করে। এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমাতুজ জোহরা।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন