শেখ আরিফুল ইসলাম আশা: ২২৫ তম বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) দিবস-২০১৯ উপলক্ষে সাতক্ষীরায় কেককাটা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ২ টায় সাতক্ষীরার তালতলাস্থ ৩৩ বিজিবি ব্যাটেলিয়ন হেড কোয়াটারে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বিজিবি দিবস উপলক্ষে একটি কেকটাটা হয়।

এরপর আমন্ত্রিত অতিথিদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম মহিউদ্দীন খন্দকার।

এ সময় সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে প্রীতি ভোজে অংশ গ্রহণ করেন, সাতক্ষীরার জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) , জাতীয় গোয়েন্দা সংস্থা (এন.এস.আই) সাতক্ষীরার উপ-পরিচালক মোঃ জাকির হোসেন, ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের উপ-অধিনায়ক মেজর রেজা আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) মোহাম্মদ  ইলতুৎ মিশ, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহ্উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কে.এম আনিছুর রহমান, জেলা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক ও বিজিবি সদস্যগণ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন