★★★★
সিটিজেন জার্নালিস্ট(জিমি):
আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশেও বর্ণাঢ্য আয়োজন ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিবসটি। জাতিসংঘ এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করেছে- ‘সময় এখন নারীর: উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম-শহরের কর্ম-জীবনধার’ (Time is now: Rural and urban activists transforming women’s lives)
বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্স চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে। নানা ধরনের ফেস্টুন ও ব্যানারে সজ্জিত বর্ণিল র‌্যালিটি কার্জন হল মোড় প্রদক্ষিণ করে দোয়েল চত্বরে এসে শেষ হয়। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) জনাব ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম(বার) র‌্যালিতে নেতৃত্ব দেন। বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ ঢাকাস্থ বিভিন্ন ইউনিটের প্রায় চার শতাধিক নারী পুলিশ সদস্য র‌্যালিতে অংশ নেন।
র‌্যালি বের হওয়ার আগে উপস্থিত নারী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তৃতায় আইজিপি জনাব ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম(বার) বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বর্তমান সরকার নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে বহুবিধ কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে দেশের নারী সমাজ বিভিন্ন ক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য প্রদর্শন করছে, গৌরবোজ্জ্বল ভূমিকা রাখছে।
তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশেষ উদ্যোগে বাংলাদেশ পুলিশে নারীর অন্তর্ভুক্তি ঘটে ১৯৭৪ সালে, মাত্র ১৪ জন নারীর যোগদানের মধ্য দিয়ে। তারা নারী পুলিশের যে প্রগতির সূচনা করেছিলেন তা আজ সাফল্য ও দক্ষতার মানদন্ডে সুসংহত হয়েছে। বর্তমানে পুলিশে নারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৭৬৭ জন, যা পুলিশের মোট জনবলের প্রায় ৬.৬৬ ভাগ।

আইজিপি বলেন, আমাদের নারী পুলিশ সদস্যরা ট্রাফিক ব্যবস্থাপনার মত কঠোর দায়িত্ব পালনসহ অন্যান্য অপারেশনাল কাজে অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বাক্ষর রাখছেন। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমন্ডলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষতা, পেশাদারিত্ব ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করে তারা সকলের প্রশংসা অর্জন করেছে।
উল্লেখ্য, নারী পুলিশের দক্ষতা ও পেশাদারিত্ব উন্নয়নের মাধ্যমে নেতৃত্ব বিকাশের লক্ষ্যে ২০০৮ সালে গঠিত হয় বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক। ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব উইমেন পুলিশ (আইএডব্লিউপি) এর অধিভুক্ত সংগঠনটি বাংলাদেশের নারী পুলিশের সফল প্রতিনিধিত্বের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
তথ্যঃ Bangladesh Police fb id.





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন