কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ নাশকতাকারী নারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মদ জানান-তাঁর নেতৃত্বে বুধবার বিকালে এসআই মোঃ জাহাঙ্গীর হোসেন, এসআই মোসাঃ শারমিন সুলতানা শিখা, এএসআই মোঃ মফিজুর রহমান, এএসআই মোঃ আলাউদ্দিন, এএসআই মোঃ রাসেল রানা, এএসআই মোঃ আঃ হালিম, এএসআই মিলন হোসাইন, এএসআই রবিউল ইসলাম, এএসআই ইছাহক আলীসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় পৌর সদরের তুলসীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনসেড বিল্ডিং এর উত্তর কক্ষের ভিতর থেকে তুলসীডাঙ্গা গ্রামের শেখ হামিদুল ইসলামের স্ত্রী আম্বিয়া খাতুন (৪০), মাছ বাজারের মাইনুল হকের স্ত্রী তাজকিরা হক (৬০), রামকৃষ্ণপুর গ্রামের এসএম মোন্তাজ আলীর স্ত্রী মাহফুজা খাতুন (৪৮), রামভদ্রপুর গ্রামের মৃত মোন্তাজ আলীর স্ত্রী শাহিদা খাতুন (৬০), সোনাবাড়িয়া গ্রামের আঃ আজিজের স্ত্রী ফিরোজা খাতুন (৪৫) কে আটক করেন। এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা নং-১৯(১০)১৮ দায়ের হয়েছে। আটকের বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মদ আরো জানান-২৬ নং তুলশিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনসেড বিল্ডিং এর উত্তর কক্ষের ভিতর জামায়াত/বিএনপির কিছু উচ্ছৃংখল মহিলা নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌছাইলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা দিকবিদিক পলানোর সময় তাদের আটক করা হয়।