সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের অবসর প্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মোঃ আব্দুর রাজ্জাক কিডনি সহ বিভিন্ন রোগে মারাক্তক অসুস্থ্য হয়ে আজ শনিবার রাত্র ইন্তেকাল করিয়াছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনু ৬৯ বৎসর।মৃত্যুকালে তিনি এক পুত্র ও স্ত্রী সহ রেখে গেছেন অসংখ্য শুভাকাঙ্খিনী।সাতক্ষীরা মেডিকেল কলেজের সার্জারী কনসাল্টেন্ট ডাক্তার মোঃ হাসানুজ্জামানের আপন বড় ভাই তিনি।এডভোকেট লোটাস ও মেজর হাফিজ আল আসাদের আপন বড় মামা হন তিনি।তাঁর মৃৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ভগ্নিপতি আবু নাসের হাসপাতালের সাবেক যুগ্ম প্রধান জনাব ফজলুর রহমান আপডেট সাতক্ষীরা ডটকম কে জানান,স্বাস্থ্য পরিদর্শক আমার বড় সুমন্ধি আব্দুর রাজ্জাক দীর্ঘ ৩০ বৎসরের বেশি নিজের এলাতায় অসহায় ও নিপিড়িত মানুষের বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিয়ে গেছেন নিঃস্বার্থ ভাবে।তিনি গ্রামের সকল মানুষের আপাদে বিপদে পাসে দাড়িয়েছেন রাত-বেরাত।এলাকার মসজিদ-মাদ্রাসা ও এতিম খানার উন্নয়নে তিনি অনেক দান-ধন করতেন।তিনি আরো জানান,শনিবার বাদ যহোর কোমরপুর স্কুল মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।মরহুমের পরিবার এই মহৎ মনের স্বাস্থ্য কর্মকর্তার আত্মার শান্তি কামনা করে জেলাবাসীর কাছে দোয়া চেয়েছেন। এদিকে স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রাজ্জার্কের অকাল মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ তৈহিদুর রহমান,জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক জনাব রওশন আরা জামান,সাতক্ষীরা সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্জ আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা সদর উপজেলার স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ আবুল হোসেন ও সদর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মোঃনকিবুল হাসান সহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ । -প্রেস বিঞ্জপ্তি।