♣♣♣♣
অসিম চক্রবর্তীঃ
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় আওয়ামী লীগ অফিসে দুর্বৃত্তদের হামলায় আহত দলের নেতাকর্মীদের চিকিৎসার খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা রাজধানীর শেরে বাংলা নগর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যান দলীয় সভাপতি শেখ হাসিনা। প্রায় ৫০ মিনিট হাসপাতালে কাটান এবং দুর্বৃত্তদের হামলায় এক চোখ বিকল হয়ে যাওয়া সেচ্ছাসেবক লীগের নেতা আরাফাতুল ইসলাম বাপ্পিসহ গুরুতর চার জনের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। এসময় উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে তাদের বিদেশ পাঠাতে নির্দেশ দেন তিনি।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. রুহুল হক এমপি, ডা. হাবিবে মিল্লাত এমপি উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে এনামুল হক শামীম বলেন, গত ৪ ও ৫ আগস্ট কয়েক দফা আওয়ামী লীগ অফিসের হামলায় ঘটনায় আহত নেতাকর্মীদের দেখতে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আহত কর্মীদের খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

উল্লেখ্য, শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত শনিবার (৪ আগস্ট) বিকেলে ঝিগাতলা ও ধানমন্ডিতে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের কার্যালয়ের কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় দুর্বৃত্তরা আওয়ামীলীগ সভানেত্রীর কার্যালয়ে হামলা চালালে কয়েকজন আহত হন।

ঘটনার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলন করে বলেন, দুর্বৃত্তদের হামলায় আওয়ামী লীগ অফিসের ১৭ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলা। বিএনপি-জামায়াতের লোকজন শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রবেশ করে আন্দোলনকে সহিংসতায় রূপ দিচ্ছে। পাথর-লাঠি-আগ্নেয়াস্ত্র নিয়ে কোনো শিক্ষার্থী হামলা করতে পারে না। রাজনৈতিক দুর্বৃত্তরা দেশকে অশান্ত করতে চায় বলে এটা করছে। এটা বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র।
সূত্রঃমানব কন্ঠ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন